ডুরান্ডের সেমিতে মহমেডান, আইলিগ চ্যাম্পিয়নদের হারিয়ে ভাঙল হারের ধারা

মহমেডান স্পোর্টিং ক্লাব - ১ (মার্কাস জোসেফ)
গোকুলাম কেরালা এফসি - ০
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : পরপর তিন ম্যাচে হার, আত্মবিশ্বাস কম ছিল, আবার সামনে গত আইলিগের চ্যাম্পিয়ন গোকুলাম কেরালা এফসি। এমন পরিস্থিতিতে হারের ধারা ভাঙল মহমেডান স্পোর্টিং ক্লাব।
যুবভারতী ক্রীড়াঙ্গনে হাজারো সমর্থকদের মাঝে মহমেডান যেন নিজেদের স্বভাবচিত খেলা খেলল। শুরু থেকেই হাড্ডাহাড্ডি খেলা খেলে দুই দলই, যদিও মহমেডানের আক্রমণের ঝাঁঝটি বেশিই ছিল। তবে প্রথমার্ধের শেষের দিকে গোল করে এগিয়ে যায় ব্ল্যাক প্যান্থার্স।
৪০ মিনিটে গোকুলামের গোল অফসাইডের জন্য বাতিল হয়। আর তারপর বল পেয়ে কাউন্টার অ্যাটাকে যায় মহমেডান, যা থেকে দুর্দান্ত গোল করেন মার্কাস জোসেফ। যে দলকে গতবার আইলিগ জয়ী করতে বড় ভূমিকা নিয়েছিলেন, আজ তারই বিরুদ্ধে গোল করলেন মার্কাস।
এরপর গোকুলাম চেষ্টার কোনও ত্রুটি রাখেনি, কিন্তু সাদা-কালো ব্রিগেডের কাছে ফাইনাল থার্ডে বারবার হেরে যাচ্ছিল তারা। আর এর জেরে কোয়ার্টার ফাইনালে দারুণ জয় লাভ করল মহমেডান স্পোর্টিং ক্লাব।