গোলের মালা পরিয়ে দিল মহমেডান স্পোর্টিং, ব্ল্যাক প্যান্থার্সের থাবায় বিধ্বস্ত ভবানীপুর

মহমেডান স্পোর্টিং ক্লাব - ৭ (শেখ ফৈয়াজ - ২, মার্কাস জোসেফ - ২, ব্র্যান্ডন ভানলালরেমডিকা, নিকোলা স্টোজানোভিচ, জসকরণপ্রীত সিং)
ভবানীপুর ফুটবল ক্লাব - ০
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : কলকাতা লিগ প্রিমিয়ার ডিভিশন এ এর কোয়ার্টার ফাইনালে ভবানীপুর এফসিকে সাত গোলের মালা পরিয়ে দিল মহমেডান স্পোর্টিং ক্লাব। ভবানীপুরের ডিফেন্সের সাথে কার্যত ছেলেখেলা করলেন ব্র্যান্ডন-ফৈয়াজ-মার্কাসরা।
২৮ মিনিটে মার্কাস জোসেফের শট বাঁচিয়ে দেন ভবানীপুরের কিপার অর্নেন্দু, কিন্তু ফিরতি বলে গোল করেন শেখ ফৈয়াজ। এরপর ৪২ মিনিটে মিলন সিংইয়ের ক্রসে দুর্দান্ত হেডারে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন ফৈয়াজ। আর তারপর প্রথমার্ধের অতিরিক্ত সময়ে দুই মিনিটের ব্যবধানে দুটি গোল করেন মার্কাস জোসেফ।
এরপর দ্বিতীয়ার্ধে দাপট অব্যাহত থাকে সাদা-কালো ব্রিগেডের। খেলা শুরুর দুই মিনিটের মাথায় আজহারউদ্দিন মল্লিকের ক্রসে গোল করেন ব্র্যান্ডন ভানলালরেমডিকা। আর তারপর ম্যাচের সেরা গোলটি হয়, ৬৯ মিনিটে বাঁ পায়ের দুর্দান্ত ভলিতে গোল করেন পরিবর্ত হিসেবে নামা নিকোলা স্টোজানোভিচ। শেষে অতিরিক্ত সময়ে গোল করে ভবানীপুরের লজ্জা আরও বাড়িয়ে দিলেন পরিবর্ত খেলোয়াড় জসকরণপ্রীত সিং।
তবে এই ম্যাচে দারুণ নজর কেড়েছেন শেখ ফৈয়াজ। তরুণ এই উইঙ্গার যেভাবে ডানপ্রান্ত থেকে অসাধারণভাবে খেলাটিকে নিয়ন্ত্রণ করেছেন, প্রশংসা করারই মত। দুটি গোল করেন, গোল করালেনও। হ্যাটট্রিকও করতে পারতেন, যদি না সুযোগ মিস করতেন।
তবে শঙ্করলাল চক্রবর্তীর দুই বিদেশী স্ট্রাইকারে খেলার স্ট্র্যাটেজি একেবারে ব্যাকফায়ার করে গেল, তা বলা যায়। মহমেডানের সামনে ভবানীপুরের ডিফেন্স একেবারে তাসের ঘরের মত ভেঙে যায়। আর এর জেরে সেমি ফাইনালে উঠল মহমেডান।