সুপার কাপের জন্য দল ঘোষণা করল মহামেডান, বাদ এই তারকা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সুপার কাপ খেলতে সোমবার কেরালার উদ্দেশ্যে উড়ে গেল মহামেডান স্পোর্টিং ক্লাব। পাশাপাশি দলও ঘোষণা করল মহামেডান।
সুপার কাপের যোগ্যতা অর্জন পর্বে বুধবার মাঞ্জেরিতে গোকুলাম কেরালার বিরুদ্ধে খেলতে নামবে মহামেডান। তবে সুপার কাপের জন্য নেই মহামেডানের তারকা বিদেশী ফরোয়ার্ড মার্কাস জোসেফ।
তবে দুই বিদেশী ফরোয়ার্ড আবিওলা দাউদা ও মিরলান মুরজায়েভকে নিয়ে যাচ্ছে মহামেডান। এছাড়া বিদেশী মিডফিল্ডার নিকোলা স্টোজানোভিচও রয়েছেন দলে। যদিও অনুশীলনে সন্দীপ মান্ডির সাথে সংঘর্ষে চোট পান নিকোলা। এদিকে দুই বিদেশী ডিফেন্ডার উসমান এন'ডিয়ায়ে ও শাহির শাহিন রয়েছেন দলে।
এক নজরে দেখে নিন সুপার কাপ ২০২৩ এর জন্য মহামেডানের পুরো দল -
গোলকিপার - সত্যজিৎ বরদলুই, মিঠুন সামন্ত, জোথানমাউইয়া, শঙ্কর রায়।
ডিফেন্ডার - উসমান এন'ডিয়ায়ে, শাহির শাহিন, ওয়েন ভাজ, সাইরুতকিমা, দীপু হালদার (অনুর্ধ্ব ২২), সেবাস্টিয়ান থাংমুয়াংসাং, অভিষেক আম্বেকর, সন্দীপ মান্ডি (অনুর্ধ্ব ২২)
মিডফিল্ডার - নিকোলা স্টোজানোভিচ, আভাস থাপা, ফজলুরহমনা, উইলিয়াম লালগৌলিয়েন (অনুর্ধ্ব ২২), শেখ সাহিল, ক্রিস্টি ডেভিস, অভিষেক হালদার, মিলন সিং।
ফরোয়ার্ড - আবিওলা দাউদা, মিরলান মুরজায়েভ, রাহুল পাসওয়ান, ফয়জল আলি, শেখ ফৈয়াজ, কিন লুইস, রিজ ডেমেলো (অনুর্ধ্ব ২২), আজহারউদ্দিন মল্লিক।