দুর্দান্ত লড়েও স্বপ্নভঙ্গ ইউনাইটেড স্পোর্টসের, ফাইনালে উঠল মহমেডান

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : কলকাতা লিগ প্রিমিয়ার ডিভিশন এ এর সেমি ফাইনালে উত্তেজক ম্যাচের নজির মিলল। দুরন্ত ফর্মে থাকা ইউনাইটেড স্পোর্টস দারুণ লড়াই করেছিল ফেভারিট মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে। কিন্তু শেষ অবধি হার মানতে হল ইউনাইটেডকে।
৪০ মিনিটে পেনাল্টি বক্সে আজহারউদ্দিন মল্লিককে ফাউল করেন তন্ময়। আর পেনাল্টি থেকে গোল করে দেন মার্কাস জোসেফ। তবে ইউনাইটেডের হয়ে করণ রাই, সুব্রত মুর্মু, জগন্নাথ ওরাওঁরা আক্রমণ হানিয়ে গিয়েছে সাদা-কালো ডিফেন্সে। তবে শাইর শাহিন যেন দূর্গের মত আগলে রেখেছিলেন মহমেডানকে।
আর শেষ অবধি ফাইনালে উঠল আন্দ্রে চেরনিশভের ছেলেরা। এবার সামনে আন্ডারডগ রেলওয়ে এফসি। ডুরান্ড কাপ ফাইনালে হারের পর এবার আর এক ফাইনাল মহমেডানের জন্য।