টালিগঞ্জের বিরুদ্ধে দাপুটে খেলা মার্কাস-ফৈয়াজের, সিএফএলের কোয়ার্টারে মহমেডান স্পোর্টিং

মহমেডান স্পোর্টিং ক্লাব - ৩ (মার্কাস জোসেফ - ২, ফ্রাঙ্কি বুয়াম)
টালিগঞ্জ অগ্রগামী - (ক্রিস্টোফার - পেনাল্টি)
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : কলকাতা লিগ প্রিমিয়ার ডিভিশন এ এর কোয়ার্টার ফাইনাল কোয়ালিফায়ারে দাপুটে জয় মহমেডান স্পোর্টিংয়ের। একেবারে অগোছালো টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে আক্রমণের ঝড় তুলে জয় তুলে নিল ব্ল্যাক প্যান্থার্স।
১৮ মিনিটে টালিগঞ্জের আগুয়ান গোলকিপারকে টপকে গোল করেন মার্কাস জোসেফ। এরপর দুই বার মহমেডানের শট পোস্টে লাগে, একটি মার্কাস ও অন্যটি ফইসলের। এরপর ৫২ মিনিটে পরিবর্ত হিসেবে নেমে বক্সের বাইরে থেকে দুরন্ত গোল করেন ফ্রাঙ্কি বুয়াম। আর ৭২ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন মার্কাস জোসেফ।
তবে টালিগঞ্জের হয়ে গোটা ম্যাচে চেষ্টা চালিয়ে যান বিশ্বজিত দাস ও ক্রিস্টোফার। ৮০ মিনিটে আগুয়ান মিঠুন সামন্তকে টপকে গোল করতে যান ক্রিস্টোফার, কিন্তু ঝাঁপিয়ে পড়ে তা বাঁচান শাইর শাহিন, তবে বল হাতে লাগায় পেনাল্টি পায় টালিগঞ্জ। আর এর জেরে লাল কার্ড পান শাহিন। পেনাল্টি থেকে গোল করেন ক্রিস্টোফার। তবে শেষ অবধি জয় হাসিল করে মহমেডান।
তবে সাদা-কালো ব্রিগেডের সমস্যা হয়ে গেল শাহিনের লাল কার্ডের কারণে। কোয়ার্টার ফাইনালে ভবানীপুরের বিরুদ্ধে শাহিনকে না পাওয়াটা মুশকিল হবে মহমেডানের জন্য।