অভিষেকেই চমক নিকোলার! সাদার্ন সমিতিকে কার্যত উড়িয়ে দিল ব্ল্যাক প্যান্থার্সরা

মহমেডান স্পোর্টিং ক্লাব - ৩ (নিকোলা স্টোজানোভিচ, শেখ ফৈয়াজ, আজহারউদ্দিন মল্লিক)
সাদার্ন সমিতি - ০
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : অভিজ্ঞ ও তারুণ্যের মিশেলে দারুণ দল তৈরি করেছে মহমেডান স্পোর্টিং। আর নয়া রাশিয়ান কোচ আন্দ্রে চেরনিশভের অধীনে যেন ঝকমকে ফুটবল খেল সাদা-কালো ব্রিগেড। কলকাতা ফুটবল লিগ প্রিমিয়ার ডিভিশন এ এর প্রথম খেলায় সাদার্ন সমিতিকে কার্যত উড়িয়ে দিল মহমেডান।
১৬ মিনিটে প্রথম গোল করে মহমেডান। বাঁদিক থেকে শেখ ফৈয়াজের পাসে বাঁ পায়ের মাটি ঘেঁষা শটে গোল করেন নয়া বিদেশী নিকো স্টোজানোভিচ। এরপর ৪০ মিনিটে আবারও বাঁ দিক থেকে আক্রমণে গোল পান শেখ ফৈয়াজ।
দ্বিতীয়ার্ধেও একই দাপট দেখায় মহমেডান। ৮৪ মিনিটে নিকোলার পাসে গোল করেন আজহারউদ্দিন মল্লিক। তবে সাদার্ন গোল করার সুযোগ পায় অন্তিম সময়ে। কিন্তু এলমিনহাও কিলোংয়ের পেনাল্টি সেভ করে দেন জোথানমাউইয়া।
নিঃসন্দেহে মরশুমের প্রথম প্রতিদ্বন্দ্বীতামূলক ম্যাচে এমন বড় জয় বেশ ভালোই আত্মবিশ্বাস যোগাবে মহমেডানকে। নজর কেড়েছেন নয়া বিদেশী নিকোলা স্টোজানোভিচ, মাঝমাঠে কার্যত দাপিয়ে খেললেন তিনি। এবং এই বছর বেশ ভালো টিম গড়া সাদার্ন সমিতিকে পরাস্ত করে মহমেডান বুঝিয়ে দিল, কলকাতা সেরা হতে তারা মুখিয়ে রয়েছে।