ডুরান্ডে অসাধারণ মহমেডান, সিআরপিএফকে ধ্বংস করে দিল মার্কাস-আজহারের যুগলবন্দী

সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স - ১ (অমরজিত সিং)
মহমেডান স্পোর্টিং ক্লাব - ৫ (আজহারউদ্দিন মল্লিক - ২, মার্কাস জোসেফ - ২, ব্র্যান্ডন ভানলালরেমডিকা)
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : একেবারে দাপুটে জয় তুলে নিল মহমেডান স্পোর্টিং। কলকাতা লিগে ইউনাইটেড স্পোর্টসের কাছে আটকে যাওয়ার পর দূর্বল সিআরপিএফকে পুরো উড়িয়ে দিল ব্ল্যাক প্যান্থার্সরা। আক্রমণ আর আক্রমণ! আর তাতেই উড়ে গেল পুলিশ বাহিনী।
শুরুর পাঁচ মিনিট সিআরপিএফের আক্রমণ শুরু হলেও পরে মহমেডান খেলা ধরে নয়। ১২ মিনিটে মনোজ মহম্মদের পাসে গোল করেন আজহারউদ্দিন মল্লিক। এরপর আক্রমণের ঝড় তোলে মহমেডান, কিন্তু গোলমুখ আর খোলে না। সিআরপিএফ মাঝেমধ্যে লড়াই চালালেও সাদা-কালো ব্রিগেডের ডিফেন্সে আটকে যায়।
এরপর দ্বিতীয়ার্ধে সিআরপিএফ ফিরে আসার চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। ৬৪ মিনিটে মিলন সিংয়ের পাসে মার্কাস জোসেফ গোল করেন। তার দুই মিনিট পরেই আজহারের পাস থেকে গোল করেন মার্কাস। এরপর ৮৬ মিনিটে নিকোলা স্টোজানোভিচের লম্বা পাস পান আজহার, যিনি গোল করতে কোনও ভুল করেননি।
তবে ৮৯ মিনিটে রিবাউন্ডে গোল করে সিআরপিএফের হয়ে সান্ত্বনামূলক গোল করেন অমরজিত সিং। আর অতিরিক্ত সময়ে সিআরপিএফ অর্ধে বল পেয়ে আগুয়ান গোলকিপারের উপর দিয়ে লব শটে দারুণ গোল করেন ব্র্যান্ডন ভানলালরেমডিকা।
আর শেষ অবধি দারুণ জয় হাসিল করল মহমেডান। বেশ নজর কেড়েছে মার্কাস-আজহারের জুটি। এছাড়া মহমেডান ডিফেন্সকেও বেশ মজবুত লেগেছিল। সব মিলিয়ে চলতি ডুরান্ডে ফেভারিট হিসেবে নিজেদের দাবি জোরালো করছে মহমেডান।