জমকালো অনুষ্ঠানের মাধ্যমে নতুন মরসুমের সূচনা মহামেডানের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: আগত ২০২১-২২ মরসুমের জন্য পথ চলা শুরু করলো মহামেডান স্পোটিং। কলকাতার এক অভিজাত হোটেলে একটি ছিমছাম আভিজাত্যপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে নিজেদের স্পন্সরদের নাম ঘোষণা করলো মহামেডান স্পোর্টিং । তাদের ইনভেস্টর বাঙ্কারহিলের পক্ষ থেকে দীপক কুমার সিং বক্তব্য রাখলেন এবং এই প্যানডেমিক সিচুয়েশনে যারা মহামেডান স্পোর্টিং - এর সাথে যুক্ত হয়েছে স্পন্সর হিসেবে ,তাদেরকে ধন্যবাদ জানালেন । ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস নতুন মরসুমে দলের ভালো খেলার প্রতিশ্রুতি দিলেন । সচিব দানিশ ইকবাল বলেন দল ভাল গড়া হয়েছে এবং সেই বিষয়ে বক্তব্য রাখলেন। অনুষ্ঠানে একটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল নতুন মরসুমের থিম সং উদ্বোধন করা। এই অনুষ্ঠানে সংবর্ধিত করা হয় ১৯৮১ সালে শেষবার লীগ জেতা মহামেডান স্পোর্টিং দলের খেলোয়াড়দের। পিন্টু চৌধুরী, ভাস্কর গাঙ্গুলী ,মানষ ভট্টাচার্য ,রঞ্জিত মুখার্জী ,প্রশান্ত ব্যানার্জিদের সংবর্ধিত করল ক্লাব।
আগামী মরসুমের জার্সির উদ্বোধন করা হয়। এই জার্সির বিশেষত্ব যে এই জার্সি তৈরি করা হয়েছে ১৯৮১ সালের লীগ জয়ী দলের জার্সির আদলে এবং এই জার্সি প্রস্তুত করেছে ইউরোপিয়ান ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী সংস্থা হামেল।