মেসিকে রুখে দেওয়ার বিষয়ে আশাবাদী মেক্সিকোর শটস্টপার গুইয়েরমো ওচোয়া

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শনিবার ফিফা বিশ্বকাপের মহারণে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও মেক্সিকো। একদিকে পোল্যান্ডের বিরুদ্ধে ড্র করেছে মেক্সিকো, অন্যদিকে সৌদি আরবের কাছে হেরেছে আর্জেন্টিনা। ফলে দুই দলের কাছেই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লড়াই।
তবে এই মহারণের অন্যতম ফ্যাক্টর হতে পারেন মেক্সিকোর গোলকিপার গুইয়েরমো ওচোয়া। বিশ্বকাপের মঞ্চে বরাবরই জ্বলে ওঠেন ওচোয়া, এবং নিজের পঞ্চম বিশ্বকাপ খেলতে নামা এই গোলকিপার আশাবাদী, আর্জেন্টিনার বিরুদ্ধে ভালো ফল করবে মেক্সিকো।
বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেক্সিকোর অধিনায়ক বলেছেন, "আমরা লড়তে এবং রুখে দাঁড়াতে তৈরি। মেসির সেই জাদু রয়েছে, যেখানে উনি এক মিনিটের ব্যবধানে কোনও কিছু করে গোল করে দিতে পারেন।"
"তাই এটি একটি ভালো চ্যালেঞ্জ হবে। খুব জটিল হবে বিষয়টি। কিন্তু বিশ্বকাপের মত মঞ্চে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় মেসির বিরুদ্ধে করার থেকে ভালো আর কিছু আছে।"
এদিকে ওচোয়া মনে করছেন, বিশ্বকাপের মঞ্চেই একজন ফুটবলারকে জ্বলে উঠতে হবে। তিনি বলেছেন, "আমি পছন্দ করি না যখন কেউ বলে যে কঠিন প্রতিপক্ষ বলে খেলব না। বরং, আমি সেই সমস্ত প্রতিপক্ষের বিরুদ্ধে বিশ্বকাপে খেলতে চাই। আমি একটি ভালো ম্যাচ খেলতে চাই এবং ওদের হারাতে চাই।"