কান্না দিয়ে ঘেরা: মেসির বিদায় বার্সিলোনা

"এটাই আমার বাড়ি আমি এখানে ফিরে আসবো, আমার শিশুদের কথা দিয়েছি আমি," সাংবাদিকরা জিজ্ঞেস করলেন, কোন ক্লাবে যাচ্ছেন, মেসি বললেন অনেক ক্লাবের সঙ্গে কথা হচ্ছে, কোথায় যাবো জানতে পারবেন। বার্সেলোনায় আবার ফেরার প্রসঙ্গে বললেন, সুযোগ হলে অবশ্যই ফিরবেন।
নিজের বক্তব্য শেষ করার পর মেসি কেঁদে ফেলেন, বেশ খানিকটা সময় পুরো সংবাদ সম্মেলনের জায়গাটায় ছিল নীরবতা। সন্তানরা শিশু কিছুই বোঝেনা তারা। স্ত্রী এগিয়ে দিলেন টিসু পেপার। চোখ মুছলেন মেসি।
উপস্থিত সবাই লিওনেল মেসিকে সম্মান জানিয়ে দাঁড়িয়ে পড়লেন। তারপর টানা কর তালি।
এরপরই শুরু হয় প্রশ্ন উত্তর পর্ব। সাংবাদিকদের প্রশ্নে ছিল অবিশ্বাস, লিওনেল মেসি বার্সেলোনা ছেড়ে যাচ্ছেন, এটাই অবিশ্বাস্য লাগছে অনেকের।
লিওনেল মেসি এ বিষয়ে বলেন, "আমি কখনো ভাবিনি এভাবে বিদায় নিতে হবে, এখানকার সবাইকে মনে থাকবে আমার, যে ভালবাসা সবাই দিয়েছে আমাকে, বিদায়ের সময় আমার দর্শকদের পাইনি আমি এটা আমার জন্য কষ্টদায়ক, আমি পুরো ন্যু কাম্পে মানুষের কাছে থেকে বিদায় নিতে চেয়েছিলাম।"
বার্সেলোনায় আর না থাকার প্রসঙ্গে মেসি বলেন, "আমি থাকার চেষ্টা করেছি, ক্লাব ও ক্লাবের প্রেসিডেন্টও চেষ্টা করেছে, কিন্তু আমরা সব করেছি, আমি গত বছর থাকতে চাইনি সেটা বলেছি, এবার থাকতে চেয়েছি সেটাও বলেছি।"
তবে লিওনেল মেসি পিএসজি যাচ্ছেন এটা মোটামুটি নিশ্চিতই, তিনি নিজেও বলেছেন, পিএসজির একটা সম্ভাবনার কথা, যদিও এখনও নিশ্চিত নয় কিছুই।
আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি এবার প্যারিসের পথে পা বাড়াচ্ছেন কিনা তা জানা যাবে খুব শিঘ্রই, তবে প্যারিস সেইন্ট জার্মেইঁ বা পিএসজি ক্লাবের কর্তৃপক্ষের সাথে ইতোমধ্যে যোগাযোগ চলছে মেসির এজেন্টদের।