পিএসজিতেই থাকছেন লিওনেল মেসি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ফুটবল জগতের সবচেয়ে বড় উৎসব হল ফুটবল বিশ্বকাপ। আর এই বিশ্বকাপ বদলে দিতে পারে একজন ফুটবলারের সব হিসেব। বর্তমানে যেমনটি ঘটেছে লিওনেল মেসির সাথে।
চারটি বিশ্বকাপে ব্যর্থতার পর পঞ্চম বিশ্বকাপে তিনি করে নিয়েছেন বিশ্বজয়। হয়েছেন কাতার বিশ্বকাপের সেরা খেলোয়াড়ও। আর এর পরেই তার ফুটবল ভবিষ্যত বদলে গিয়েছে এক নিমেষে।
বিশ্বকাপ শুরুর আগে লিও বলেছিলেন এই বিশ্বকাপেই তিনি তার আন্তর্জাতিক ফুটবলের ইতি টানবেন। তবে বিশ্বজয়ী হয়ে তিনি জানিয়ে দিয়েছেন চ্যাম্পিয়ন জার্সি পরে আর্জেন্টিনার হয়ে তিনি খেলবেন আরও কিছু ম্যাচ। এছাড়াও শোনা গেছিল পিএসজির সাথে তিনি আর চুক্তি বাড়াবেন না। ইন্টার মিয়ামির সাথে তার অনেকটাই কথা এগিয়ে রয়েছে সেখানেই নিজের কেরিয়ারের শেষ কিছু বছর উপভোগ করতে চান।
কিন্তু বর্তমান খবর অনুযায়ী লিও মেসি পিএসজিতেই আরও এক বছরের চুক্তি বৃদ্ধি করতে চলেছেন। মৌখিক ভাবে সিদ্ধান্ত নেওয়া হলেও চুক্তিপত্র এখনও সই হয়নি। চুক্তির দৈর্ঘ্য কতোদিনের হবে এবং নতুন বেতন কত হবে তা মিটিংয়ের মাধ্যমে শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে।