বিশ্বকাপ ফাইনালের আগে অনুশীলন করলেন না লিওনেল মেসি! জানুন কারণ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী আর এই ম্যাচে পার্থক্য গড়তে পারেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। কিন্তু এবার যে খবর সামনে আসছে, তাতে চিন্তায় পড়বেন আর্জেন্টাইন সমর্থকরা।
বৃহস্পতিবার দলের সাথে অনুশীলন করেননি লিওনেল মেসি। সাইডলাইনেই ছিলেন আর্জেন্টাইন মহাতারকা। আর এই নিয়ে জল্পনা শুরু হয়েছে, তবে কি চোট রয়েছে মেসির?
সেমি ফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে খেলার সময়ে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে হাত বোলাতে দেখা গিয়েছিল মেসির। সামান্য অস্বস্তিতে ভুগছিলেন লিও। আর সেই কারণে এই জল্পনা আরও বৃদ্ধি পেয়েছে।
তবে যা খবর, শুধু মেসি নন, আর্জেন্টিনার প্রথম একাদশের সকল ফুটবলারকেই বৃহস্পতিবার অনুশীলন থেকে ছুটি দেওয়া হয়। এবং হ্যামস্ট্রিং, উরু ও কুঁচকিতে যে সামান্য সমস্যা হচ্ছিল, তাতে এই বিশ্রাম মেসির জন্য অনেকটাই সুবিধাজনক হবে।