নিজেদের ছোটবেলার ক্লাবের বিরুদ্ধে খেলবেন লিওনেল মেসি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি খেলবেন নিজেরই ছোটবেলার ক্লাবের বিরুদ্ধে! আগামী কয়েক মাস পরে নিউওয়েল ওল্ড বয়েজের বিরুদ্ধে খেলবেন মেসি।
লিভারপুলের প্রাক্তন উইঙ্গার ম্যাক্সি রডরিগেজের ডাকে আগামী ২৪ জুন একটি প্রীতি ম্যাচ খেলবেন মেসি ও প্রাক্তন আর্জেন্টাইন ফরোয়ার্ড সের্জিও আগুয়েরো।
এই প্রীতি ম্যাচটি হবে রডরিগেজের বিদায়ী ম্যাচ, যা কোভিডের কারণে পিছিয়ে এসেছে। আর সেই ম্যাচটিতে নিউওয়েল ওল্ড বয়েজের বিরুদ্ধে খেলবেন ম্যাক্সি।
গত বিশ্বকাপে মেসির রুমমেট ছিলেন আগুয়েরো, যিনি হৃদরোগের কারণে ফুটবল থেকে অবসর নিতে বাধ্য হন। তবে নিউওয়েল ওল্ড বয়েজের বিরুদ্ধে এই ম্যাচে আবারও দেখা যাবে মেসি ও আগুয়েরোকে।