বিশ্বজয়ের থেকে বড় আর কিছু হয় না : লিওনেল মেসি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : অবশেষে স্বপ্নপূরণ। ৩৬ বছরের খরা কাটিয়ে অবশেষে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দিয়েগো মারাদোনা যা করেছিলেন ১৯৮৬ সালে, সেটিই ২০২২ এ করলেন লিওনেল মেসি।
রবিবার থ্রিলার ফাইনালে ফ্রান্সকে পেনাল্টি শুটআউটে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হল আর্জেন্টিনা। আর এই ম্যাচে জোড়া গোল করে আবারও নায়ক লিওনেল মেসি। আর শেষ অবধি নিজের কাঁধ থেকে বড় বোঝা নামিয়ে ফেললেন লিও।
ম্যাচের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেসি বলেছেন, "দারুণ লাগছে এভাবে শেষ করতে পেরে। আমি জানতাম কোনও না কোনও সময়ে ঈশ্বর আমার হাতে এটি তুলে দেবেন এবং আমি জানি না কিভাবে এটি হবে। তবে আমার মনে হয়েছিল এটি হবেই।"
এরপর মেসি বলেছেন, "আমরা চেয়েছিলাম, এবং শেষ অবধি পেলাম। আমরা অনেক কষ্ট করেছি, কিন্তু আমরা পেড়েছি। আমরা আর্জেন্টিনায় ফেরার জন্য মুখিয়ে রয়েছি যে ওখানকার পরিস্থিতি কতটা উত্তেজক।"
কেরিয়ারে এত কিছু অর্জন করেছেন, কিন্তু বিশ্বকাপ জয় সেরা অর্জন, মানছেন লিও। তিনি বলেছেন, "এই জয়ের উপরে আর কিছু নেই। কেরিয়ারের অন্তিম সময়ে কোপা আমেরিকা ও বিশ্বকাপ জেতার থেকেও বড় আর কিছু হতে পারে?"
"কিন্তু অন্যদিকে, আমি ফুটবল ভালোবাসি, আমি যা করি সেটিই উপভোগ করি। আমি জাতীয় দলে খেলা উপভোগ করি। প্রত্যেকেই এই ট্রফি চায়, এটি প্রত্যেকের ছোটবেলার স্বপ্ন। আমি ভাগ্যবান যে আমার কেরিয়ারে সব কিছু অর্জন করতে পেড়েছি এবং এটি বাড়ি নিয়ে গিয়ে আমি আনন্দ করতে পারব।"
শেষে মেসি জানিয়ে দেন, আন্তর্জাতিক ফুটবলে এটি তার অন্তিম ম্যাচ নয়। মেসি জানিয়েছেন, "আমি জাতীয় দল থেকে অবসর নিচ্ছি না। আমি আর্জেন্টিনার হয়ে খেলে বিশ্ব চ্যাম্পিয়ন তকমাকে সম্মান দিতে চাই। এই খেতাবটিই ছিল না আর এখন রয়েছে। অনেক দিনের অপেক্ষার শেষ হল।"