ডিমকে টপকে বিশ্ব রেকর্ড লিও মেসির

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ২০২২ ফিফা বিশ্বকাপে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি ভেঙেছেন অসংখ্য পুরনো রেকর্ড, একইসাথে গড়েছেন বেশকিছু নতুন রেকর্ড। ফুটবল মাঠে হাজারও রেকর্ডের অধিকারী মেসি এবার বিশ্ব রেকর্ড গড়লেন সোশ্যাল মিডিয়ার দুনিয়াতেও।
বিশ্বকাপ জেতার পর মেসি, নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিশ্বকাপ হাতে ছবি ছেড়েছিলেন। সেই ছবিকে ভালোবেসেছেন গোটা বিশ্ব। সম্প্রতি এই ছবির মাধ্যমে ক্রীড়াবিদ হিসাবে একটি ছবিতে সবচেয়ে বেশি লাইকের রেকর্ড গড়েছিলেন তিনি। এবার এই লাইকের সংখ্যা ছাড়িয়েছে ৫৭ মিলিয়ন। যা ই্নস্টাগ্রামে থাকা একটি ছবিতে সবচেয়ে বেশি লাইকের দিয়ে ১ মিলিয়নের দিয়েও বেশি।
প্রসঙ্গত ইনস্টাগ্রামে এর আগে এই রেকর্ড হোল্ডার ছিল একটি ডিম! হ্যাঁ ঠিকই পড়েছেন। 'ওয়ার্লড রেকর্ড এগ' নামের একটি অ্যাকাউন্টে একটি ডিমের ছবিতে রয়েছে ৫৬.১ মিলিয়ন লাইক অর্থাৎ ৫ কোটি ৬১ লক্ষ লাইক। মেসির ছবির লাইক সংখ্যা বর্তমানে ৫ কোটি ৭৩ লক্ষ । এবং এই সংখ্যা প্রতি ঘন্টা প্রতি মিনিট প্রতি সেকেন্ডে বেড়ে চলেছে।