আক্রমণাত্মক ফুটবল খেলার অঙ্গীকার দিলেন নতুন ইস্টবেঙ্গল কোচ মারিও রিভেরা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক বর্তমান আইএসএলে লাস্ট বয়ের নাম এস.সি ইস্টবেঙ্গল ।লাল-হলুদ শিবিরের কাছে এই বছরে আইএসএল টা ঘটনাবহুল। লীগের মাঝপথে আচমকাই কোচ দিয়াজের পদত্যাগ, তারপরে দলের অন্তর্বর্তী কোচ হিসেবে রেনেডি সিং এর নিযুক্তিকরণ এবং আপাতত ইস্টবেঙ্গলের নতুন কোচ হিসেবে দলের সঙ্গে যোগ দিয়েছেন রিভেরো।
রিভেরো তার প্রথম ম্যাচ খেলতে নামছে বুধবার ১৯ জানুয়ারি। প্রথম ম্যাচের আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রিভেরো জানান তিনি আইএসএল এ তার প্রথম ম্যাচ খেলতে নামছেন সেটার থেকেও বড় চ্যালেঞ্জ, দলের খেলোয়াড়দের মানসিকতার পরিবর্তন করা। তিনি এও বলেন যে সিজনের মাঝখানে দলের কোচ হয়ে এসেছেন, যদিও দলের অবস্থা টুর্নামেন্টে খুব একটা ভালো নয়, কিন্তু দলকে এই অবস্থা থেকে ইতিবাচক মনোভাবে এগিয়ে নিয়ে যাওয়াই তার মূল লক্ষ্য।
দল সম্পর্কে জিজ্ঞেস কড়ায় লাল-হলুদ কোচ বলেন, "আমাদের দলে অনেক ভালো প্লেয়ার আছে, সবসময় তারা তাদের মানের মতো হয়তো প্রদর্শন করতে পারছেন না তবে আমার মনে হয় টুর্নামেন্টের টেবিলে যা দেখা যাচ্ছে তার থেকে আমাদের দল এবং দলের সব খেলোয়াড়েরাই অনেক ভালো। অনেক সময় অনেক ঘটনা খেলোয়াড়দের ওপর প্রভাব ফেলে। সবাই জানে আমি একজন আক্রমণাত্মক কোচ, আমি টোটাল ফুটবল খেলবো, এবং চেষ্টা করবো আমার দলের আক্রমণ ভাগকে আরো শক্তিশালী করার।"
গোয়া ম্যাচে সব খেলোয়াড়দের কতটা পাওয়া যাবে সেই নিয়ে প্রশ্ন করা হলে রিভেরো জানান যে কিছু খেলোয়াড় আহত, কিছু খেলোয়াড় আইসলেশনে আছে, তার মধ্যেই যেটা সম্ভাব্য সেরা দল হবে সেটাই নামতে তিনি বদ্ধপরিকর তবে কালকে দলে হয়তো সম্পূর্ণ শক্তিশালী দল পাওয়ার সম্ভবনা কম।
আইএসএল এ প্রথম ম্যাচে তিনি কি পথে এগোবেন এই প্রশ্নের উত্তরে ইস্ট বেঙ্গলের নতুন হেডস্যার বলেন, "আমি আইলিগে ইস্টবেঙ্গলের কোচিং করিয়েছি দুটো লিগই প্রায় কাছাকাছি তবে হ্যাঁ আইএসএল এর খেলোয়াড়দের মান আইলীগের খেলোয়াড়দের থেকে কিছুটা ভালো। আমার লক্ষ্য থাকবে খেলার মানটাকে আরো উন্নত করা, ডিফেন্সের সঙ্গে সঙ্গে দলের আক্রমণ ভাগকেও শক্তিশালী করা।"