ডার্বিতে হেরেও ইতিবাচক মারিও! চেন্নাইনকে হারানোর অঙ্গীকার এসসি ইস্টবেঙ্গলের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : কলকাতা ডার্বিতে দারুণভাবে লড়েও শেষ মুহুর্তে দুই গোল খেয়ে হেরে যায় এসসি ইস্টবেঙ্গল। আর এর জেরে বেজায় হতাশ সমর্থকরা। এবার সামনে চেন্নাইন এফসি, যারা রক্ষণগত দিক থেকে অত্যন্ত শক্তিশালী।
তবে এই ম্যাচের আগে নিজেকে ও নিজের দলকে এগিয়ে রাখছেন কোচ মারিও রিভেরা। গত ম্যাচের হার ভুলে চেন্নাই ম্যাচে নিজেদের সেরাটা দেওয়ার পরিকল্পনা করেছেন মারিও। এসসি ইস্টবেঙ্গল মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে নানা প্রশ্নের জবাব দিলেন মারিও।
চেন্নাইন ম্যাচে দলের ভূমিকা নিয়ে মারিও বলেছেন, "পেশাদারি দলের জন্য, যদি আপনি একটি ম্যাচ হারেন, আপনাকে ভালো জিনিসগুলিকে নিয়ে চলতে হবে, খারাপ জিনিসগুলিকে বাদ দিতে হবে এবং পরের ম্যাচে শূন্য থেকে শুরু করতে হবে। আমাদের ক্ষেত্রে কোনও আলাদা হবে না।"
ডার্বিতে হারের পর কিভাবে খেলোয়াড়দের উৎসাহিত করেছেন? এর জবাবে মারিও বলেছেন, "একটি ভালো ম্যাচের পর কোনও দলকে সহজেই উৎসাহিত করা যায়। আমরা গত ম্যাচে অনেক কিছু ভালো করেছি, খেলোয়াড়রা জানে যে আমরা সঠিক পথে যাচ্ছি তাই কাজটা কঠিন ছিল না।"
বাকি ম্যাচগুলিতে কি লক্ষ্য নিয়ে নামবে এসসি ইস্টবেঙ্গল? এই নিয়ে মারিওর বার্তা, "আমরা সব সময় পরের ম্যাচে জেতার জন্য ভাবি এবং চেন্নাইন এফসির বিরুদ্ধে একই লক্ষ্য নিয়ে মাঠে নামব।"
চেন্নাইনের বিরুদ্ধে নামার আগে দলের মানসিকতা কি হবে? এই নিয়ে মারিও বলেছেন, "দলের আত্মবিশ্বাস অনেকটাই পারফর্মেন্স ও ফলাফলের উপর নির্ভর করে। কখনও আপনি ভালো খেলেও হেরে যান এবং কখনও এর উল্টোটাও হয়। আমাদের পারফর্মেন্স ফলাফলের থেকে অনেক ভালো ছিল এবং সেই কারণে খেলোয়াড়রা একটি বিশেষ জায়গায় রয়েছে।"
ডার্বি ম্যাচে বেশ ভালোভাবে দেখা গিয়েছিল মার্সেলো রিবিয়েরো ও আন্তোনিও পেরোসেভিচের জুটিকে। এই নিয়ে রিবেরা বলেছেন, "মার্সেলো ও পেরোসেভিচের জুটির দিকে সবাই তাকিয়ে থাকবে। ব্যাপারটা খুবই কঠিন কারণ মার্সেলো ইংরেজি বলতে পারে না কিন্তু ওরা একে অপরকে বুঝতে শুরু করেছে।"