হারলেও ছেলেদের এই লড়াকু মানসিকতাকে সাধুবাদ জানালেন লাল হলুদ কোচ মারিও রিভেরা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ডার্বির মত ম্যাচে এক গোলে এগিয়ে থেকেও ম্যাচ হারের যন্ত্রণা যে মারিওকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে তা ম্যাচের পর সাক্ষাৎকারে বোঝা গেছে। এই ফলাফলে তিনিও হতাশ। তবুও তার ছেলেদের এই লড়াকু মানসিকতাকে তিনি কুর্নিশ জানিয়েছেন।
"এ রকম একটা ম্যাচ হারলে তো হতাশ হতেই হবে। তবে দলের ছেলেদের পারফরম্যান্সে আমি গর্বিত। প্রচুর লড়াই করেছে ওরা। ম্যাচটা আমরা জিততেও পারতাম। যে রকম চেয়েছিলাম, সে রকমই খেলেছে ওরা। শুরুতেই একজন খেলোয়াড়ের চোট হয়ে যাওয়ায় আমরা সমস্যায় পড়ে যাই। ডিফেন্সে আমাদের পরিবর্তন করার আর কোনও উপায় ছিল না," বলতে বলতে মারিওর গলায় স্বভাবতই হতাশা ঝরে পড়ে।
ইস্টবেঙ্গলের প্রাক্তন খেলোয়াড় ও তারকা জামশেদ নাসিরির ছেলে কিয়ান নাসিরিই তাঁদের সামনে আজ বড় কাঁটা হয়ে দাঁড়াল, সেই নিয়ে তিনি বলেন, "সমর্থকদের একটাই কথা বলব। দলের খেলোয়াড়দের জন্য আমাদের গর্ব করা উচিত। ওরা আজ অসাধারণ খেলেছে। বিশেষ করে রক্ষণে যে পারফরম্যান্স দেখিয়েছে ওরা, সে জন্য ওদের অভিনন্দন জানানো উচিত।"
তাঁর দাবি যে এই ম্যাচ থেকেও তিনি ইতিবাচক অনেক কিছু পেয়েছেন, "আমাদের খেলোয়াড়দের দৃঢ় মানসিকতা, লড়াকু পারফরম্যান্স। যে পরিকল্পনা অনুযায়ী খেলতে চেয়েছিলাম, সে রকমই খেলেছে ওরা। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে, শুরুতেই একজন চোট পেয়ে বেরিয়ে যেতে বাধ্য হয়। গর্ব করার মতো পারফরম্যান্স দেখিয়েছে ওরা। এই রকম পারফরম্যান্সের পর এ বার পরবর্তী ম্যাচে আমরা জেতার জন্যই নামব।"