ইউরোতে বড় ধাক্কা জার্মানির, চোটে ছিটকে গেলেন তারকা গোলকিপার মার্ক টের স্টেগেন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ২০১৮ সালের ফিফা বিশ্বকাপের ব্যর্থতাকে মিটিয়ে ফেলতে ইউরো ২০২০ এ পুরোদমে নামতে মরিয়া জার্মানি। কিন্তু তার আগে বড় ধাক্কা পেল চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। চোটের জেরে ছিটকে গেলেন তারকা গোলকিপার মার্ক-আন্দ্রে টের স্টেগেন।
রবিবার লা লিগায় সেল্টা ভিগোর কাছে ঘরের মাঠে ২-০ গোলে হারে বার্সিলোনা, আর এই হারের জেরে লা লিগার খেতাব দৌড় থেকে ছিটকে যায় বার্সা। সেই ম্যাচে গোলকিপিং করেছিলেন স্টেগেন। আর তারপর নিজের ইনস্টাগ্রামে টের স্টেগেন লিখেছেন যে তিনি হাঁটুর সমস্যা নিয়ে ভুগছিলেন, এবং এর জেরে ক্লাবের মেডিকাল টিমের সাথে কথা বলে এবারের ইউরোয় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিলেন এই সুপারস্টার কিপার।
View this post on Instagram
যদিও জার্মানির তিনকাঠির প্রহরী হিসেবে প্রথম পছন্দ হিসেবে থাকবেন অধিনায়ক ম্যানুয়েল নয়্যার, তবে ডেপুটি হিসেবে মার্ক-আন্দ্রে টের স্টেগেনের উপস্থিতি জার্মানির শক্তিকে আরও বাড়াত, সে নিয়ে কোনও সন্দেহ নেই। এর জেরে কার্যত শক্তিক্ষয় হল জার্মানির, সে নিয়ে কোনও সন্দেহ নেই।