মারাদোনার মৃত্যু নিয়ে ফের উত্তাল আর্জেন্টিনা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: বিশ্ব ফুটবলের কিংবদন্তি দিয়েগো আর্মান্দো মারাদোনার মৃত্যু নিয়ে ফের উত্তাল আর্জেন্টিনা। বাবার মৃত্যুর প্রায় চার বছর পর আদালতে দাঁড়িয়ে কেঁদে ফেললেন মারাদোনার মেয়ে জানাইনা মারাদোনা। স্পষ্ট ভাষায় জানালেন, "যাঁরা বাবার চিকিৎসায় যুক্ত ছিলেন, তাঁরা প্রত্যেকেই দায়ী।"
মারাদোনার চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠেছে সাত চিকিৎসকের বিরুদ্ধে। মাথার খুলি এবং মস্তিস্কের মাঝে অবস্থিত হেমাটোমায় অস্ত্রোপচার হয়েছিল মারাদোনার। বুয়েনস আইরেসের আদালতে হাজির হয়ে মর্মান্তিক স্মৃতিচারণা করলেন তাঁর মেয়ে জানাইনা। আদালতে শুনানি চলাকালীন তাঁর সামনে চালানো হয় বেশ কিছু অডিও রেকর্ডিং। সেগুলির মাধ্যমে উঠে আসে মারাদোনার চিকিৎসার সময়কার কথোপকথন। সেই সব শুনে মারাদোনার মেয়ে বলেন, "এগুলো শোনার মতো নয়। আমি যা শুনেছি, তা কোনও মানুষকেই তাঁর প্রিয়জনের সম্পর্কে এমনভাবে বলতে শুনতে হবে না। ওরা একে অপরের সঙ্গে যেভাবে কথা বলছিল, আমি কল্পনাও করতে পারিনি। আমি হতবাক।"
জিয়ানিনা আরও জানিয়েছেন,"বাবার ঠিক কিসের চিকিৎসা চলছিল সে ব্যাপারে বার বার জিজ্ঞাসা করতাম। কিন্তু কখনও উত্তর পাননি। বাবার ৬০ম জন্মদিনে দেখা করতে গিয়েছিলাম। কিন্তু উনি আমাকে চিনতে পারেননি। জিজ্ঞাসা করেছিলাম শরীর ভাল আছে কি না। উনি বলেছিলেন, নেই।” এই চিকিৎসকের বিচার করবেন বিচারকরা। সর্বোচ্চ ২৫ বছরের কারাদণ্ড হতে পারে বলে খবর।