দলে বড়সড় ছাঁটাই করতে চলেছে এসসি ইস্টবেঙ্গল, বাদ পড়তে পারেন এই প্রতিভাবান ফুটবলাররা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : টানা তিনটি প্রস্তুতি ম্যাচে ভালো ফুটবল খেলেছে এসসি ইস্টবেঙ্গলের ফুটবলাররা। ইতিমধ্যেই টানা প্রস্তুতির জেরে খেলোয়াড়দের দেখে নিচ্ছেন কোচ মানোলো ডিয়াজ। এই পরিস্থিতিতে এবার বড় স্কোয়াড থেকে কিছু খেলোয়াড়দের ছাঁটাই করে দিতে চলেছে এসসি ইস্টবেঙ্গল, এমনটা নানা মহল থেকে শোনা যাচ্ছে।
জানা গিয়েছে, তিন গোলকিপার, ১৮ জন ভারতীয় আউটফিল্ড খেলোয়াড় ও ছয়জন বিদেশীকে নিয়ে নয়া হোটেলে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকবে এসসি ইস্টবেঙ্গল। যেহেতু আগের হোটেলে করোনা বিধি ভেঙে গিয়েছিল, ফলে আবারও কোয়ারেন্টিনে থাকতে হবে লাল-হলুদ খেলোয়াড়দের।
এমন পরিস্থিতিতে, মোট সাতজন খেলোয়াড়কে বাদ দিতে চলেছে এসসি ইস্টবেঙ্গল। শোনা যাচ্ছে, আকাশদীপ সিং, সেরিনিও ফার্নান্ডেজ, আশির আখতার, সোংপু সিংসিট, রোমিও ফার্নান্ডেজ ও লোকেন মিতেইকে ছাড়তে চলেছে এসসি ইস্টবেঙ্গল। এমনকি, তরুণ ফরোয়ার্ড শুভ ঘোষকে ছাড়ার বিষয়ে চিন্তাভাবনা করছে লাল-হলুদ ব্রিগেড, এমনটাই শোনা যাচ্ছে।
সব মিলিয়ে, ২৭ সদস্যের স্কোয়াডকে নিয়ে একেবারে কোমর বেঁধে নামতে চলেছেন এসসি ইস্টবেঙ্গল কোচ মানোলো ডিয়াজ।