না খেলেও কাতার বিশ্বকাপে নজির গড়লেন ভারতীয়রা

অনিলাভ চট্টোপাধ্যায়, কাতারঃ সম্প্রতি সাংবাদিক সম্মেলনে এসে ফিফা সভাপতি ইনফান্টিনো ফিফা পুরুষ বিশ্বকাপ, ক্লাব বিশ্বকাপ এবং মহিলা ফুটসল বিশ্বকাপের বিষয় বড় ঘোষণা করেছেন। এছাড়াও তিনি ২০২২ ফিফা বিশ্বকাপের বিভিন্ন তথ্য তুলে ধরেছেন। এর মধ্যে একটি তথ্য জানলে ভারতীয় হিসাবে গর্বিত হবেন আপনিও।
ইনফান্টিনো জানিয়েছেন কাতারে অনুপ্রবেশের জন্য বিশ্বজুড়ে মোট ২.৩ মিলিয়নেরও বেশি মানুষ হায়া কার্ডের আবেদন করেছিলেন। এর মধ্যে ভারত থেকে সবচেয়ে বেশি মানুষ ফিফা বিশ্বকাপ দেখতে কাতারে এসেছেন। এছাড়াও সৌদি আরব, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন থেকে সবচেয়ে বেশি সংখ্যায় পর্যটকেরা এসেছেন কাতারে।
১৩০ কোটির ভারতবর্ষ, যে দেশ তাদের ফুটবল ইতিহাসে আজ পর্যন্ত ফুটবল বিশ্বকাপ খেলার সুযোগ পায়নি, সেই দেশের মানুষ বিশ্বকাপ দর্শনে প্রথমে! এই বিশ্বকাপ দেখার জন্য প্রয়োজন ছিল হায়া কার্ড। এই কার্ড পাওয়ার সময় প্রথম দিকে মানুষ সমস্যায় পরলেও ভারত থেকে অসংখ্য মানুষ হায়া কার্ড সংগ্রহ করে কাতারে কাতারে মাঠ ভরিয়েছেন কাতারের স্টেডিয়ামগুলিতে। তবে শুধুমাত্র সাধারণ মানুষ নয়, দেশের নামীদামী মানুষেরাও এবার গা ভাসিয়েছিলেন ফুটবল বিশ্বকাপের জোয়ারে।