অলিম্পিকে ভারতীয় দলের সমর্থনে বড় উদ্যোগ কেকেআর-এফসি গোয়া সহ একাধিক ক্লাবের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বর্তমানে ক্রিকেট ও ফুটবলে একটি নয়া ট্রেন্ড শুরু হয়েছে, যার নাম ফ্যান আর্মি। বিভিন্ন দলের সমর্থকরা একটি সংগঠন তৈরি করে একত্রে নানা কর্মসূচি গ্রহণ করে নিজেদের দল ও দেশকে সমর্থন জানায়। ভারতীয় ক্রিকেট দলের ক্ষেত্রে রয়েছে ভারত আর্মি, ফুটবলের ক্ষেত্রেও এমন অসংখ্য ফ্যান সংগঠন রয়েছে।
কিন্তু আসন্ন টোকিও অলিম্পিকে ভারতীয় দলের জন্য সেভাবে কোনও ফ্যান আর্মি তৈরি হয়নি। কোনওবারেই তা ছিল না, থাকলেও সংখ্যায় অত্যন্ত কম। আর সেই কারণে এবার তৈরি হয়েছে ইন্ডিয়ান অলিম্পিক ফ্যান ফোরাম, যার ৩.১ কোটি সদস্য মিলে ভারতীয় অ্যাথলিটদের জন্য নিজেদের সমর্থন জানাবে।
আর এই বিশেষ উদ্যোগ নিয়ে এমপিএল স্পোর্টস ফাউন্ডেশন। আর তাদের সাথে হাত মিলিয়েছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স ও আইএসএলের ফ্র্যাঞ্চাইজি এফসি গোয়া। এছাড়া হাত বাড়িয়েছে আইলিগ চ্যাম্পিয়ন গোকুলাম কেরালা, শিলং লাজং ও রিয়াল কাশ্মীর। জনপ্রিয় ভারতীয় ক্রিকেট ফ্যান আর্মি ক্রিকেট ফৌজও রয়েছে এই উদ্যোগে। আর রয়েছে আল্টিমেট টেবিল টেনিস।
যদিও টোকিও অলিম্পিকে বহিরাগত দর্শকদের প্রবেশ নিষিদ্ধ, যার জেরে ভার্চুয়ালি সমর্থন করা হবে এই উদ্যোগের মাধ্যমে। ভিডিও বার্তা, ছবি ও নানান কর্মসূচির মাধ্যমে নিজেদের সমর্থন জানাবেন এই আর্মির যোদ্ধারা। আর সেই উদ্যোগগুলি পাঠানো হবে অ্যাথলিটদের কাছে।