পেরোসেভিচের না থাকা নিয়ে চিন্তিত নন ম্যানুয়েল ডিয়াজ, হায়দ্রাবাদেকে হারানোর আশা রাখছেন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সাত ম্যাচ চলে গেল, এখনও জয় নেই এসসি ইস্টবেঙ্গলের। লিগ টেবিলের একেবারে নীচে রয়েছে লাল-হলুদ ব্রিগেড। এবার তাদের সামনে হায়দ্রাবাদ এফসি, যারা এবারের আইএসএলে দারুণ ছন্দে রয়েছে।
এই পরিস্থিতিতে দুরন্ত ফর্মে থাকা হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে কি উপায়ে নামবে ইস্টবেঙ্গল? এই নিয়ে লাল-হলুদের হেডস্যার জোসে ম্যানুয়েল ডিয়াজ বলেছেন, "আমাদের লক্ষ্য হল প্রতিটা ম্যাচ জেতা, আর আমাদের মনোভাব একই থাকবে হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে।"
নর্থইস্ট ইউনাইটেড ম্যাচে লাল কার্ড দেখে বেরিয়ে যান তারকা ফরোয়ার্ড আন্তোনিও পেরোসেভিচ। এবারের আইএসএলে ইস্টবেঙ্গলের অন্যতম সেরা পারফর্মার হিসেবে খেলে এসেছেন পেরোসেভিচ। ফলে তার না থাকাটা বড় সমস্যা ফেলবে ডিয়াজকে।
এই নিয়ে ম্যানুয়েল ডিয়াজ বলেছেন, "আন্তোনিও পেরোসেভিচ দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় যিনি নিয়মিত খেলে যাচ্ছেন, কিন্তু আমাদের আরও খেলোয়াড় রয়েছে যারা ঐ পজিশনে খেলতে পারে, যেমন সেমবোই হাওকিপ, ড্যানিয়েল চিমা ও বলবন্ত সিং। তাই আমরা ওর না থাকায় চিন্তিত নই।"
সাত ম্যাচে একটিও জয় নেই, কি কি বিষয় ভালো করতে পারত ইস্টবেঙ্গল? এই নিয়ে ডিয়াজ বলেছেন, "যে সাতটা ম্যাচ আমরা খেলেছি, আমরা কিছু বাজে গোল খেয়েছি। সিদ্ধান্ত নেওয়াটা একেবারে ভালো হয়নি। এটি একটি প্রক্রিয়া আর আমরা প্রতিদিন সেটি নিয়ে কাজ করছি।"
দলে চোট-আঘাত নিয়ে ডিয়াজ বলেছেন, "ফ্রাঞ্জো পর্চে গোড়ালির চোটে নেই। ড্যারেন সিডোয়েল বুধবার দলের সাথে প্রথমবার অনুশীলন করলেন, এবং আশা করছি ও বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ম্যাচে খেলতে প্রস্তুত থাকবে।"
বৃহস্পতিবার হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে বাম্বোলিমে নামবে এসসি ইস্টবেঙ্গল।