ড্র ম্যাচে আত্মবিশ্বাসী দেখাল লাল হলুদ কোচকে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইএসএল এর প্রথম ম্যাচে জামসেদপুরের সঙ্গে ১-১ ড্রয়ের মাধ্যমে তাদের সিজন শুরু করলো এস সি ইস্টবেঙ্গল। নিজেদের প্রথম ম্যাচে হওয়া ভুল ত্রুটির কথা স্বীকার করেও টুর্নামেন্টে পরবর্তী ম্যাচ গুলোর জন্য যথেষ্ট আত্মবিশ্বাসী দেখালো লাল হলুদ কোচ কে ।
কালকের ম্যাচের প্রতিক্রিয়া দিতে গিয়ে ইস্টবেঙ্গল এর হেড কোচ ডিয়াজ বলেন "আমরা এক পয়েন্ট পেয়ে খুশি, কারণ আমরা খুব দেরিতে সিজন শুরু করেছি এবং এইমুহূর্তে আমাদের আরও উন্নতি করতে হবে । এগুলো মাথায় রাখলে এক পয়েন্ট মন্দ নয়।"
সিজনের প্রথম ম্যাচেই প্লেয়ার দের ক্র্যাম্পে আক্রান্ত হওয়ার ঘটনায় টিমের প্লেয়ারদের ফিটনেস নিয়ে প্রশ্ন করা হলে লালহলুদ শিবিরের হেডস্যার বলেন " আমাদের প্রধান সমস্যা হলো আমাদের অনেকটা সময় কোয়ারেন্টাইনে কেটেছে। তাই আমাদের আরো উন্নতি দরকার।"
ইস্টবেঙ্গলের পরের ম্যাচই চির প্রতীক্ষিত কলকাতা ডার্বি। লাল হলুদ শিবির খেলতে নামবে তাদের চির প্রতিদ্বন্দ্বী সবুজ মেরুন শিবিরের বিরুদ্ধে, সেই ম্যাচের প্রস্তুতি নিয়ে ডিয়াজ বলেন "আমরা প্রথম ম্যাচে বল ছাড়া খুব ভালোই খেলেছি , কিন্তু বল নিয়ে খেলতে আমাদের অসুবিধে হচ্ছে। আমরা দ্বিতীয়ার্ধেও অনেকটাই ভালো খেলেছি। আর আমরা জানি ডার্বি সমর্থকদের জন্য গুরুত্বপূর্ণ এবং খেলোয়াড়দের ক্লাবের মর্যাদার কথা মাথায় রেখে খেলতে হবে "