এসসি ইস্টবেঙ্গলের টিম ম্যানেজমেন্টকে অপেশাদার বলে তোপ দাগলেন ম্যানুয়েল ডিয়াজ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রিয়াল মাদ্রিদের ইউথ সিস্টেমের সাথে মিশে যাওয়া এক স্প্যানিশ কোচ, যিনি লুকাস ভাসকেজ, ক্যাসেমিরো, রড্রিগোর মত তারকাদের গড়ে তোলার ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছেন, সেই ম্যানুয়েল ডিয়াজ আজ যেন অনেকের কাছে খলনায়ক।
চলতি মরশুমে এসসি ইস্টবেঙ্গলে ম্যানুয়েল ডিয়াজের আগমণে লাল-হলুদ সমর্থকরা ভেবেছিল, হয়ত এবার সাফল্য আসতে চলেছে। কিন্তু টানা ৮ ম্যাচে জয়হীন সফরের পর বিতাড়িত হন ডিয়াজ।
কিন্তু কেন এল এমন ব্যর্থতা? এর জন্য ম্যানেজমেন্টকেই দায়ী করেছেন প্রাক্তন ইস্টবেঙ্গল হেড কোচ। বিশেষ করে শ্রেণিক শেঠ ও কর্নেল শিবাজি সমাদ্দারের নাম নিয়ে কড়া আক্রমণ হানলেন ম্যানুয়েল ডিয়াজ।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে এসসি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের প্রতি তোপ দেগে ম্যানুয়েল ডিয়াজ বলেছেন, "শ্রেণিক শেঠ একজন খুবই খারাপ পেশাদার ব্যক্তি। খেলোয়াড়রাও আমায় এটি বলেছে। এটি খুবই লজ্জার যে ইস্টবেঙ্গলের মত এমন ক্লাব, যাদের এমন সমৃদ্ধশালী ইতিহাস ও ঐতিহ্য রয়েছে, তাদের শ্রেণিক শেঠের মত ম্যানেজার, এবং কর্নেল সিইও শিবাজি সমাদ্দারের মত ব্যক্তি রয়েছে। ওরা একেবারেই পেশাদার নয়। এমনকি খেলোয়াড়রাও ওদের চায় না। লগ্নিকারীদের এই ধরণের মানুষদের পদে রাখাই উচিত নয়।"
আবারও কি ইস্টবেঙ্গলে ফিরে আসবেন ডিয়াজ? এই নিয়ে স্প্যানিশ কোচের বার্তা, "ইস্টবেঙ্গলের এই ম্যানেজমেন্ট থাকলে, অসম্ভব। যদি কোনও গুরুত্বপূর্ণ প্রকল্প পাই ইস্টবেঙ্গল বা অন্য কারোর কাছ থেকে, যাদের এমন খেলোয়াড় থাকবে যারা আইএসএলে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন, তবে অবশ্যই।"