থাইল্যান্ড ম্যাচের জন্য ২৮ সদস্যের শক্তিশালী ভারতীয় দল ঘোষণা মানোলো মার্কেজের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ কলকাতায় প্রস্তুতি শিবিরে থাকা ২৮ জন ফুটবলারই থাইল্যান্ড সফরে যাবেন, জানিয়ে দিলেন ভারতীয় ফুটবল দলের হেড কোচ মানোলো মার্কেজ। আগামী ৪ জুন থাম্মাসাট স্টেডিয়ামে থাইল্যান্ডের বিপক্ষে এক ফিফা প্রীতি ম্যাচ খেলবে ভারত।
১৯ মে থেকে কলকাতায় প্রস্তুতি শুরু করেছিল ব্লু টাইগার্স। বুধবার সন্ধ্যায় থাইল্যান্ডের উদ্দেশে রওনা দেবে পুরো দল। ৪ জুন থাইল্যান্ডের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলার পর ৫ জুন মানোলোর দল রওনা দেবে হংকংয়ের উদ্দেশে, যেখানে ১০ জুন ২০২৭ এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে ভারত।
কলকাতায় ছয় দিনব্যাপী কঠোর অনুশীলনে অংশ নিয়েছে ভারতীয় দল। সকালবেলা জিম সেশন আর সন্ধ্যাবেলা মাঠে অনুশীলন হয়েছে। ২৬ ও ২৭ মে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে ভারত। সোমবার সান্তোষ ট্রফি চ্যাম্পিয়ন বাংলার বিপক্ষে ২-১ গোলে জিতেছে ব্লু টাইগার্স—ব্র্যান্ডন ফার্নান্ডেজ ও আশিক কুরুনিয়ান গোল করেন। মঙ্গলবার ৩-০ ব্যবধানে উত্তর ২৪ পরগনার বিপক্ষে জয় পেয়েছে ভারতীয় দল, যেখানে গোল করেছেন সুনীল ছেত্রী, চিংলেনসানা সিং কনশাম এবং উদান্ত সিং।
গোলকিপার: ঋত্বিক তিওয়ারি, বিশাল কাইথ, গুরমিত সিং, অমরিন্দর সিং
ডিফেন্ডার: নাওরেম রোশন সিং, রাহুল ভেকে, চিংলেনসানা সিং কনশাম, আনোয়ার আলি, বোরিস সিং থাংজাম, সন্দেশ ঝিঙ্গান, আশিস রাই, শুভাশিস বোস, মেহতাব সিং, অভিষেক সিং টেকচাম
মিডফিল্ডার: সুরেশ সিং ওয়াংজাম, মহেশ সিং নাওরেম, আয়ুষ ছেত্রী, উদান্ত সিং, লালেংমাওইয়া রালতে, লিস্টন কোলাসো, আশিক কুরুনিয়ান, ব্র্যান্ডন ফার্নান্ডেজ, নিখিল প্রভু
ফরোয়ার্ড: সুনীল ছেত্রী, এডমান্ড লালরিন্দিকা, মনবীর সিং, সুহেল আহমদ ভাট, লালিয়ানজুয়ালা ছাংতে
প্রধান কোচ: মানোলো মার্কেজ
সহকারী কোচ: মহেশ গাওলি
সহকারী কোচ: বেনিটো মন্টালভো
গোলকিপার কোচ: মার্ক গ্যামন
স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ: হোসে কার্লোস বারোসো