প্রস্তুতি ম্যাচ খেলতে তৈরি ছেলেরা, আত্মবিশ্বাসী বার্তা লাল-হলুদ কোচ মানোলো ডিয়াজের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী শুক্রবার ও শনিবার যথাক্রমে ভাস্কো এসসি ও সালগাওকার এফসির বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে এসসি ইস্টবেঙ্গল। আর এই ম্যাচে দলের শক্তি ও দূর্বলতা দেখে নিতে চান কোচ মানোলো ডিয়াজ।
সহকারী অ্যাঞ্জেল পুয়েবলা গার্সিয়ার সাথে প্রতিটি অনুশীলন কড়া নজরে দেখছেন লাল-হলুদের স্প্যানিশ হেডস্যার। এবং কয়েক দিনের অনুশীলনের পর তিনি আশাবাদী, প্রস্তুতি ম্যাচে ভালো ফল করবে দল।
এসসি ইস্টবেঙ্গল মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে মানোলো ডিয়াজ বলেছেন, "অনেক অনুশীলন পর্বের পর, দল তৈরি প্রস্তুতি ম্যাচ খেলার জন্য, যার প্রধান লক্ষ্য হল উন্নতি করা ও খেলোয়াড়দের কিছু গেম টাইম দেওয়া। আমি সকল খেলোয়াড়দের দেখতে চাই কিভাবে তারা পারফর্ম করছে। এছাড়া আমরা প্রতিটি খেলোয়াড়কে দেখতে চাই এবং পরখ করতে চাই যে দলটি ট্যাকটিকাল দিক থেকে সবকিছু বুঝছে কিনা এবং আমাদের নীতির সাথে মানিয়ে নিতে পারছে কিনা।"
এরপর আত্মবিশ্বাসের কথা তুলে মানোলো ডিয়াজ বলেছেন, "আমরা আমাদের দলের আত্মবিশ্বাস বাড়াতে চাই এবং জানতে চাই কিভাবে আমরা তাদের ফুটবল খেলাতে পারব। এতে ওদের আমাদের নীতি অনুযায়ী খেলতে সুবিধা হবে।"
আগামী ২১ নভেম্বর জামসেদপুর এফসির বিরুদ্ধে এবারের আইএসএলের অভিযান শুরু করতে চলেছে এসসি ইস্টবেঙ্গল।