মিস্টার চ্যাম্পিয়ন্স লিগ আবারও ত্রাতা! শেষ মিনিটের গোলে জয় ম্যানচেস্টার ইউনাইটেডের

ম্যানচেস্টার ইউনাইটেড - ২ (অ্যালেক্স টেলেস, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো)
ভিল্লারিয়েল - ১ (পাকো আলসাসের)
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এটাই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, এটাই ম্যানচেস্টার ইউনাইটেড। শেষ মিনিট অবধি জেতার জন্য লড়ে যাবে, আর শেষ মিনিটের ম্যাজিকে জিতেও ফিরবে। আর সেই ইতিহাস আবারও লেখা হল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে। ইয়ং বয়েজের কাছে অবাক হারের পর গত ইউরোপা লিগ ফাইনালে হারানো দল ভিল্লারিয়েল পড়েছিল সামনে। কিন্তু শেষ অবধি লড়াই করে জয় হাসিল করল ম্যানচেস্টার ইউনাইটেড।
শুরুর ৩০ মিনিটে চারটি অসাধারণ সুযোগ পেয়ে গিয়েছিল স্প্যানিশ ক্লাব ভিল্লারিয়েল। কিন্তু ইউনাইটেডের গোলকিপার ডেভিড ডে গিয়ার অসাধারণ ক্ষিপ্রতায় গোল খেতে খেতে বেঁচে যায় ইউনাইটেড। প্রথমার্ধে চারটি দুর্দান্ত সেভ দেন ডে গিয়া। কিন্তু দ্বিতীয়ার্ধে গোল খেয়ে যায় রেড ডেভিলস। ৫৩ মিনিটে আরনাউট ডানজুমা পাস বাড়ান পাকো আলসাসেরকে, যিনি গোল করতে কোনও ভুল করেননি।
এরপর নিজেদের খেলা শুরু করে ইউনাইটেড। ৬০ মিনিটে ফ্রি কিকে ব্রুনো ফার্নান্ডেজ শট না মেরে পাস বাড়ান অ্যালেক্স টেলেসের দিকে, যিনি ভলিতে বাঁক খাওয়ানো শটে গোল করেন। এরপর দুই দলই জয়সূচক গোল পাওয়ার জন্য লড়াই করে। কিন্তু ওস্তাদ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো শেষ রাতেই মার দিয়ে দিলেন। অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে ফ্রেডের ক্রস নামিয়ে আনেন জেসে লিংগার্ড, যা থেকে বল পেয়ে কঠিন কোণ থেকে গোল করে দলকে জিতিয়ে ফিরলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
আর এই কারণেই রোনাল্ডোকে মিস্টার উয়েফা চ্যাম্পিয়নস লিগ বলা হয়। বিশ্বের সেরা ক্লাব টুর্নামেন্টের সর্বোচ্চ গোলস্কোরার বারবার এভাবে নিজের দলকে জিতিয়ে আসেন, সে রিয়াল মাদ্রিদ হোক, কিংবা জুভেন্টাস, আর এবার ম্যানচেস্টার ইউনাইটেড।