আবারও কামব্যাক রেড ডেভিলসদের! আটালান্টার বিরুদ্ধে দুই গোলে পিছিয়েও অনবদ্য জয়

ম্যানচেস্টার ইউনাইটেড - ৩ (মার্কাস র্যাশফোর্ড, হ্যারি ম্যাগুইয়র, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো)
আটালান্টা - ২ (মারিও পাসালিচ, মেরিহ ডেমিরাল)
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইটেড ও পিছিয়ে থেকে অসাধারণ কামব্যাক - গত বেশ কয়েক বছর ধরে এই দুটি যেন সমার্থক হয়ে গিয়েছে। শেষ বাঁশি অবধিও ইউনাইটেডের উপর আশা হারানো যায় না, আর বুধবার উয়েফা চ্যাম্পিয়নস লিগে ঠিক তাই ঘটল। ইতালীয় ক্লাব আটালান্টার কাছে দুই গোলে পিছিয়ে তিন গোল মারল রেড ডেভিলসরা।
শুরুতে একেবারে জঘন্য খেলছিল ইউনাইটেড। ১৫ মিনিটে ডেভিডে জাপাকোস্টার পাসে গোল করে আটালান্টাকে এগিয়ে দেন মারিও পাসালিচ। এরপর ২৯ মিনিটে টেউন কুপমেইনার্সের কর্নারে হেড করে আটালান্টাকে আরও এগিয়ে দেন মেরিহ ডেমিরাল। যদিও ফ্রেড ও মার্কাস র্যাশফোর্ড সুযোগ পায়, কিন্তু সুযোগ হাতছাড়া করে।
এদিকে দ্বিতীয়ার্ধে খেলায় ফিরে আসে ইউনাইটেড। ৫৩ মিনিটে ব্রুনো ফার্নান্ডেজের দুরন্ত বল পেয়ে র্যাশফোর্ড বাঁদিক থেকে ফার কর্নারে দুরন্ত শটে গোল করেন। এরপর ৭৫ মিনিটে কর্নার থেকে বল পান জ্যাডন স্যাঞ্চো, সেখান থেকে এডিনসন কাভানির উদ্দেশ্যে বল বাড়ান, কিন্তু কাভানির ফ্লিক সেভ করতে ভুল করেন লোভাটো, যার সুবিধা নিয়ে গোল করেন অধিনায়ক হ্যারি ম্যাগুইয়র। আর শেষে ৮১ মিনিটে লুক শয়ের ক্রসে দুরন্ত হেডার করে ইউনাইটেডের কামব্যাক পূরণ করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
আর এই জয় কিছুটা হলেও চাপ কমাবে কোচ ওলে গানার সোল্কজায়ের উপর। গত পাঁচ ম্যাচে মাত্র একটি জয় নিয়ে নেমেছিল ইউনাইটেড, সেখান থেকে এই কামব্যাক। ফলে এই মোমেন্টাম ধরে রাখতে চাইবে তারা।