রোনাল্ডো ম্যাজিকে চ্যাম্পিয়নস লীগের পরবর্তী রাউন্ডে ম্যানচেস্টার ইউনাইটেড

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চ্যাম্পিয়নস লীগে টানা পাঁচ ম্যাচে ছয় গোল করে পরবর্তী রাউন্ডে ম্যানচেস্টার ইউনাইটেডকে কার্যত একার কাঁধে ভর করে উত্তীর্ণ করলো রোনাল্ডো | ইংলিশ প্রিমিয়ার লিগে টানা হারের মুখ দেখতে হইছিল ম্যানচেস্টার ইউনাইটেড-কে সমর্থকেরা হতাশার মধ্যে থেকে যাচ্ছিলো আজকের ম্যাচে কিছুটা আত্মবিশ্বাস বাড়িয়ে দিলো নতুন কোচ দায়িত্ব পাওয়ার আগেই গোটা দলের | প্রথমার্ধে গোল শুন্য শেষ হয় দুই দল আক্রমণ করলে ও গোলের দরজা খুলতে পারেনি |
দ্বিতীয়ার্ধে শুরুতে ম্যানচেস্টার ইউনাইটেড দলে বেশ কিছু পরিবর্তন আনতেই বদলে যায় দলের খেলায় | দুই দলের আক্রমণে প্রতি আক্রমণে খেলা জমে উঠে, দাভিদ দে হেয়া একটি অসাধারণ সেভ না দিলে ম্যাচের ফল হয়তো অন্য হতে পারতো | ৭৮ মিনিটে ভিলারিয়াল ডিফেন্ডারের ভুলে সহজ বল পেয়ে যায় রোনাল্ডো গোলরক্ষকের মাথার ওপর দিয়ে সহজ ভাবে বল জালে জড়িয়ে দিয়ে ১-০ গোলে এগিয়ে দেয় দলকে |
তারপর আর ম্যাচে ফিরতে পারেনি ভিলারিয়াল, নির্ধারিত সময়ের ম্যাচের শেষ দিকে ৯০ মিনিটের মাথায় ব্রুনো ফার্নান্দেজের বাড়ানো বল থেকে অসাধারণ গোলটি করে ভিলারিয়ালের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন সানচো | ভিলারিয়ালের ঘরের মাঠে তাদের সমর্থকদের সামনে ২-০ গোলে ম্যাচ জিতে পরের রাউন্ডে পৌঁছে গেলো রোনাল্ডোর দল | চ্যাম্পিয়নস লীগে দুইবারের সাক্ষাতে দুইটি ম্যাচেই ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হারের মুখ দেখতে হল ভিলারিয়ালকে|