চিরপ্রতিদ্বন্দ্বীদের হারে খেতাব জয়, প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হল ম্যানচেস্টার সিটি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : উৎসবের জন্য ছিল স্রেফ সময়ের অপেক্ষা। মঙ্গলবার লেস্টার সিটি ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-১ ব্যবধানে হারানোর পর সেই অপেক্ষার অবসান ঘটে। ২০২০-২১ মরশুমের ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হল ম্যানচেস্টার সিটি।
এই হারের জেরে তিন ম্যাচ বাকি থাকতে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে ১০ পয়েন্টে এগিয়ে গেল ম্যানচেস্টার সিটি। যদিও লেস্টারের বিরুদ্ধে কার্যত দূর্বল দল নামিয়ে যেন খেতাবটি সিটির হাতেই তুলে দেন ইউনাইটেড কোচ ওলে সোল্কজায়ের। ১০টি পরিবর্তন করে বেশ কিছু তরুণ ফুটবলারকে নামিয়ে দেন লেস্টারের বিরুদ্ধে।
এই ম্যাচটি টিভিতে মন দিয়ে দেখছিল ম্যানচেস্টার সিটির খেলোয়াড়রা। ১০ মিনিটে লুক থমাস লেস্টারকে এগিয়ে দিলে তার পাঁচ মিনিট পরেই সমতা ফেরান মেসন গ্রিনউড। কিন্তু ৬৬ মিনিটে ক্যাগলার সোইঙ্কুর হেডারে ম্যাচ জিতে নেয় সিটি। আর তারপর উল্লাস শুরু হয় ম্যানচেস্টার সিটির সংসারে। চিরপ্রতিদ্বন্দ্বীদের হারে খেতাব জয়, এ যেন আরও বেশি আনন্দের।
তবে সামনে আরও বড় চ্যালেঞ্জ পেপ গুয়ারদিওলার সিটির সামনে। আগামী ২৯ মে নিজেদের প্রথম চ্যাম্পিয়নস লিগ ফাইনাল খেলতে নামবে চেলসির বিরুদ্ধে। আর সেই অধরা খেতাবকে পেতে যেন বাড়তি অক্সিজেন প্রদান করল এই প্রিমিয়ার লিগ জয়।