১০ বছরে শাপমোচন পেপ গুয়ারদিওলার, পিএসজিকে হারিয়ে ফাইনালে ওঠার লক্ষ্যপূরণ ম্যান সিটির

ম্যানচেস্টার সিটি - ২ (রিয়াদ মাহরেজ - ২)
পিএসজি - ০
দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে জয়ী ম্যানচেস্টার সিটি
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : অবশেষে আশা পূরণ হল ম্যানচেস্টার সিটির। প্রতিবার কোয়ার্টার ফাইনাল কিংবা রাউন্ড অফ ১৬ এ বিদায়ের পর এই প্রথমবার উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠল ম্যানচেস্টার সিটি। শেষমেশ এমবাপ্পে-নেইমার সমৃদ্ধ পিএসজিকে হারিয়ে এই কৃতিত্ব অর্জন করল সিটি।
সাত মিনিটের মাথায় পেনাল্টি পায় পিএসজি, কিন্তু ভিএআর এর কারণে সেই সিদ্ধান্ত পরিবর্তিত হয়। এরপর ১১ মিনিটে গোল করে ম্যানচেস্টার সিটি। কেভিন ডি ব্রুইনের শট ব্লক করেন মারকুইনহোস, কিন্তু ফিরতি বল পেয়ে গোল করে দেন রিয়াদ মাহরেজ। এরপর পিএসজি মরিয়া চেষ্টা চালায় সমতায় ফেরার জন্য, তবে কাউন্টার অ্যাটাকে ম্যান সিটি তৈরি ছিল।
এদিকে দ্বিতীয়ার্ধের শুরুতে দারুণ আক্রমণ শুরু করে সিটি, কিন্তু কেইলর নাভাসের সেভে ম্যাচে থেকে যায় পিএসজি। কিন্তু ৬৩ মিনিটে যাবতীয় আশা শেষ হয়ে যায়। কাউন্টার অ্যাটাকে ফিল ফোডেন বক্সের ভিতর বল বাড়ান, যা দৌড়ে গিয়ে গোলকিপারের উপর দিয়ে তুলে গোল করেন রিয়াদ মাহরেজ। তিন গোলে পিছিয়ে থেকে অতিষ্ট হয়ে যায় পিএসজি। ৬৯ মিনিটে লাল কার্ড দেখে বেরিয়ে যান অ্যাঞ্জেল ডি মারিয়া। এরপরেও সিটি দারুণ আক্রমণ এনেছিল, কিন্তু কেলর নাভাস ও বারপোস্ট এসে বাঁচিয়ে দেয় পিএসজিকে। আর শেষ অবধি জয় হাসিল করল সিটি।
আর এতে পেপ গুয়ারদিওলার শাপমোচন হল তা বলাই যায়। নবম ইংরেজ দল হিসেবে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে উঠল সিটি, আর এরই সাথে ২০১০-১১ সালে বার্সিলোনার পর এই প্রথম চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠলেন পেপ গুয়ারদিওলা।