ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে এমন একাদশ নামাতে পারে ম্যান সিটি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ভারতীয় সময়ে বৃহস্পতিবার এতিহাদ স্টেডিয়ামে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ সেমি ফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদ। প্রথম লেগে বার্নাবিউতে রিয়ালের বিরুদ্ধে ১-১ ড্র করেছিল সিটি।
ফলে ঘরের মাঠে জিতে ফাইনালে যেতে চাইবে পেপ গুয়ারদিওলার ছেলেরা। এই পরিস্থিতিতে শক্তিশালী রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে কি একাদশ নামাতে পারে ম্যানচেস্টার সিটি?
সিটির ক্ষেত্রে একমাত্র সমস্যা হল ডাচ ডিফেন্ডার নাথান অ্যাকের চোট। সদ্য লিডস ইউনাইটেডের বিরুদ্ধে হ্যামস্ট্রিংয়ে চোট পান অ্যাকে। ফলে দ্বিতীয় লেগে ডাচ ডিফেন্ডারের খেলা অনিশ্চিত।
এই পরিস্থিতিতে ৩-৪-২-১ ফর্মেশনে নামতে পারেন পেপ। গোলে অবশ্যই শুরু করবেন এডারসন। তিন ব্যাকে কাইল ওয়াকার, রুবেন ডিয়াস ও ম্যানুয়েল আকাঞ্জি শুরু করতে পারেন।
এদিকে দুই ডিফেন্সিভ মিডফিল্ডে রদ্রি ও জন স্টোনস খেলতে পারেন। প্রয়োজনে স্টোনসকে ডিফেন্সে পিছিয়ে দিয়ে ব্যাক ফোরে আসতে পারে সিটি।
এদিকে দুই উইংয়ে খেলবেন বার্নার্ডো সিলভা ও জ্যাক গ্রিলিশ। দুই অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে সাপ্লাই লাইন তৈরি করবেন ইকায় গুন্ডোগান ও কেভিন ডি ব্রুইন। আর আক্রমণে নিঃসন্দেহে শুরু করবেন এরলিং হালান্ড।
এডারসন (গোলকিপার), কাইল ওয়াকার, রুবেন ডিয়াস, ম্যানুয়েল আকাঞ্জি, বার্নার্ডো সিলভা রদ্রি, জন স্টোনস, জ্যাক গ্রিলিশ, ইকায় গুন্ডোগান, কেভিন ডি ব্রুইন, এরলিং হালান্ড।