বিধ্বস্ত মাদ্রিদ!

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে ১৪ বার লিগ জিতেছে একটি দল, আরেকটি তার থেকে কম, মোট ১২ বার অংশগ্রহণ করেছে। তুলনা দুটি দলের না হলেও সাম্প্রতিক ফুটবল বিশ্বে সিটি আর রিয়েলের লড়াই মানে মহাকাব্য!
গত চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে হারের মধুর বদলা নিলেন পেপ গুয়ার্ডিওলার দল। আক্রমণের ঝড় তুলে প্রতিপক্ষকে কোণঠাসা করে প্রথমার্ধেই দুই গোল সিটির, দুটি গোলই বের্নার্দো সিলভার।
বিরতির পর রিয়াল মাদ্রিদ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করল বটে, কিন্তু পারল না, সিটির বিল্ডআপ ফুটবল মাঝমাঠ দখল করে নিল রিয়েলের। লুকা মড্রিচ, টনি ক্রুজদের মাঝ মাঠ অচল করে বিচ্ছিন্ন দ্বীপ মনে হচ্ছিল সময়ের সেরা ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো আর অভিজ্ঞ করিম বেনজেমাকে। স্মরণীয় জয়ে ইতিহাস করতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পা রাখল ম্যানচেস্টার সিটি। সামনে ইন্টার মিলান।
ইত্তিহাদ স্টেডিয়ামে বুধবার রাতে সেমি-ফাইনালের ফিরতি লেগে ৪-০ গোলে জয় পেপ গুয়ার্দিওলার দলের। সিলভার জোড়া গোলের পর দ্বিতীয়ার্ধে আত্মঘাতী গোল করেন এডের মিলতাও। শেষ দিকে চতুর্থ গোলটি করেন আলভারেজ। বার্নাব্যুতে ১-১ গোলে ড্র ছিল দুই দলের, ফিরতি লেগে ধুয়ে গেল মাদ্রিদ।