আমাদের চ্যাম্পিয়নস লিগ জেতাটা ভাগ্যে লেখা ছিল : পেপ গুয়ারদিওলা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শনিবার ইস্তানবুলে উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফাইনালে ইন্টার মিলানকে ১-০ ফলে হারায় ম্যানচেস্টার সিটি। আর এই জয়ের জেরে নিজেদের ইতিহাসে প্রথমবার ইউরোপ সেরা ও এক মরশুমে ত্রিমুকুট জেতার কৃতিত্ব অর্জন করল সিটি।
আরও পড়ুন - জিতেও দুঃখিত ভারতীয় কোচ স্টিমাচ
আর এই জয় সত্ত্বেও নিজেকে বিনয়ী রাখছেন সিটি কোচ পেপ গুয়ারদিওলা। ম্যাচের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে পেপ বলেছেন, "স্যার অ্যালেক্স ফার্গুসনের পাশে থাকাটা আমার কাছে বড় কৃতিত্বের। সকাল থেকে অনেক বার্তা পেয়েছি যা আমায় ছুঁয়ে গিয়েছে। খুব ভালো লেগেছে। ক্লান্ত, শান্ত আর নিশ্চিন্ত আমি। জেতাটা খুব কঠিন ছিল।"
এদিকে ইন্টারের বিরুদ্ধে জেতাটা সহজ ছিল না, মানছেন স্প্যানিশ কোচ। তিনি বলেছেন, "ইন্টার খুব ভালো খেলেছে। আমি হাফটাইমে বলেছিলাম, শান্ত থাকো। আপনাকে ভাগ্যবান হতে হবে। এই টুর্নামেন্টটা কয়েন টসের মত। কিন্তু জেতাটা ভাগ্যে লেখা ছিল। আমরাই এটির যোগ্য।"
শেষে মজা করে রিয়াল মাদ্রিদকে চ্যালেঞ্জ জানিয়ে পেপ বলেছেন, "আমরা রিয়াল মাদ্রিদের থেকে মাত্র ১৩টি চ্যাম্পিয়নস লিগ পিছনে রয়েছি।"