রোনাল্ডো সহ দলের খেলোয়াড়দের নিয়ে সমালোচনা করলেন রেড ডেভিলস কোচ টেন হাগ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত রবিবার রায়ো ভায়েকানোর বিরুদ্ধে প্রীতি ম্যাচে ড্র করে ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু খেলা ছাড়াও খেলার বাইরে বেশ কিছু ঘটনা নজর কেড়েছে অনেকেরই। দীর্ঘদিন পর রেড ডেভিলসের হয়ে খেলতে নেমেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, কিন্তু প্রথমার্ধ শেষে তাকে বসিয়ে দেন কোচ এরিক টেন হাগ।
এরপর দেখা যায়, খেলা শেষের ১০ মিনিট আগে সতীর্থ ডিওগো ডালোটকে নিয়ে স্টেডিয়াম ছেড়ে বেরিয়ে যান রোনাল্ডো। আর সেই নিয়ে বেশ সমালোচনার মুখে পড়তে হয় রোনাল্ডোকে। দলের খেলা চলছে, এমন সময়ে তার বেরিয়ে যাওয়াটাকে একেবারেই ভালো চোখে দেখছে না ফুটবল জগত।
এবং একইভাবে, রোনাল্ডো সহ ম্যানচেস্টার ইউনাইটেড খেলোয়াড়দের এই আচরণ পছন্দ হয়নি এরিক টেন হাগের। ক্ষোভ প্রকাশ করেই এক সাক্ষাৎকারে টেন হাগ বলেছেন, "আমরা একটি দল এবং এর অর্থ হল আপনাকে শেষ অবধি থাকতে হবে। এটি মানা যায় না, যারাই এতে সামিল থাকুক না কেন।"
বলা বাহুল্য, পারিবারিক কারণ দেখিয়ে থাইল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরে যাননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, যদিও মূল কারণ হল, তিনি ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে চান।