প্রিমিয়ার লিগের শ্রেষ্ঠ ফুটবলার নির্বাচিত হলেন এই ফুটবলার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ শনিবার ঘোষিত হল ইংলিশ প্রিমিয়ার লিগের শ্রেষ্ঠ ফুটবলারের নাম। ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার আর্লিং হাল্যান্ড জিতে নিয়েছেন এই সেরার সেরা শিরোপা। প্রিমিয়ার লিগের প্রথম মরশুমেই সকলকে টপকে হয়ে উঠলেন সেরা খেলোয়াড়।
প্রসঙ্গত প্রথম মরশুমেই প্রিমিয়ার লিগের সর্বকালীন রেকর্ড ভেঙেছেন হাল্যান্ড। এক মরশুমে সর্বোচ্চ গোল করার রেকর্ড গড়েছেন তিনি। ২২ বছর বয়সী এই ফুটবলার ৩৫ ম্যাচে গোল করেছেন ৩৬ টি। প্রিমিয়ার লিগ জয়ের পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালেও উঠেছে তাঁর দল।
আরও পড়ুন- আর্জেন্টিনার দুই বিশ্বজয়ী সতীর্থকে বার্সেলোনায় দেখতে চান মেসি
প্রিমিয়ার লিগের শ্রেষ্ঠ ফুটবলার নির্বাচন হয় সাধারণ মানুষের ভোট, ২০ টি প্রিমিয়ার লিগ দলের অধিনায়ক এবং ফুটবল বিশেষজ্ঞদের একটি প্যানেলের দ্বারা।
এই নিয়ে শেষ ৪ বছর প্রিমিয়ার লিগের শ্রেষ্ঠ ফুটবলার নির্বাচিত হয়েছেন একজন ম্যানচেস্টার সিটির ফুটবলার। ২০১৯-২০ এবং ২০২০-২১ এ এই শিরোপা পেয়েছিলেন কেভিন ডি ব্রুয়েন। ২০২১-২২-এ এই শিরোপা পান রুবেন ডিয়াস। এবার এই শিরোপা জিতলেন নরওয়ের হাল্যান্ড।