সেমিতে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে এই শক্তিশালী একাদশ নামাবে ম্যান সিটি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : টানা তিন বছর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ সেমি ফাইনাল খেলবে ম্যানচেস্টার সিটি। এবার তাদের সামনে ১৪ বার চ্যাম্পিয়ন্স লিগ জয়ী রিয়াল মাদ্রিদ।
গত মরশুমে শেষ মুহুর্তের গোলে রিয়াল মাদ্রিদ হারায় সিটিকে। ফলে এর বদলা নিতে মরিয়া থাকবে গুয়ারদিওলার ছেলেরা। সান্তিয়াগো বার্নাবিউতে কি একাদশ নিয়ে নামবে ম্যানচেস্টার সিটি, চলুন দেখে নিই।
নিঃসন্দেহে গোলে শুরু করবেন এডারসন। এদিকে চার ব্যাকে শুরু করবেন কাইল ওয়াকার, রুবেন ডিয়াস, জন স্টোনস ও ম্যানুয়েল আকাঞ্জি। নাথান অ্যাকে না থাকায় লেফট ব্যাকে আকাঞ্জি শুরু করবেন।
এদিকে ডিফেন্সিভ মিডফিল্ডে শুরু করবেন রড্রি। খেলা নিয়ন্ত্রণ করা এবং রিয়ালের আক্রমণ রুখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন তিনি।
এদিকে সেন্ট্রাল মিডফিল্ডে কেভিন ডি ব্রুইন ও ইকায় গুন্ডোগানের জুটি মাঝমাঠকে শক্তিশালী করবে।
দুই উইংয়ে জ্যাক গ্রিলিশ ও বার্নার্ডো সিলভা গতি বাড়াবেন এবং আক্রমণে ঝড় তুলতে সাহায্য করবেন। গত ১০ চ্যাম্পিয়ন্স লিগের মধ্যে ৯টি ম্যাচে শুরু করেছেন গ্রিলিশ।
এদিকে ফরোয়ার্ডে নিঃসন্দেহে শুরু করবেন এরলিং হালান্ড। চলতি মরশুমে ৫১টি গোল করেছেন এই সুপারস্টার ফরোয়ার্ড।
এডারসন (গোলকিপার), কাইল ওয়াকার, রুবেন ডিয়াস, জন স্টোনস, ম্যানুয়েল আকাঞ্জি, রড্রি, কেভিন ডি ব্রুইন, ইকায় গুন্ডোগান, জ্যাক গ্রিলিশ, বার্নার্ডো সিলভা, এরলিং হালান্ড।