ইস্টবেঙ্গলের সমস্যায় নয়া মোড়, চুক্তিপত্রে সই করতে কর্তাদের বিশেষ নির্দেশ মুখ্যমন্ত্রীর

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত বছর ইস্টবেঙ্গলের আইএসএল খেলায় বড় ভূমিকা পালন করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নবান্নে নিজে দাঁড়িয়ে থেকে শ্রী সিমেন্ট ও ইস্টবেঙ্গলের মধ্যেকার সম্পর্ক বেঁধে দিয়েছিলেন।
কিন্তু তারপর সেই সম্পর্কে এসেছে চরম রেষারেষি। শ্রী সিমেন্টের ফাইনাল এগ্রিমেন্টে সই করতে চাইছে না ইস্টবেঙ্গল কর্তারা। এমনকি, একাধিক শর্ত পরিবর্তন করলেও তাতে রাজি নন কর্তারা। এই পরিস্থিতিতে আবারও এগিয়ে এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
খেলা দিবসের ঘোষণার দিন মঞ্চে দাঁড়িয়ে মমতা প্রতিশ্রুতি দিয়েছিলেন, ইস্টবেঙ্গলের সমস্যা মিটে যাবে। কিন্তু এবার বুঝেছেন যে সমস্যাটা গভীর।
নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী মমমতা ব্যানার্জির তরফ থেকে কর্মকর্তাদের আপাতত শ্রী সিমেন্টের পরিশোধিত ফাইনাল এগ্রিমেন্টে সই করতে বিরত থাকতে বলছেন। জানা গিয়েছে, এই ফাইনাল এগ্রিমেন্টকে সম্পূর্ণ একতরফা হিসেবে মনে করছে রাজ্য সরকার। আর এর জেরেই কর্মকর্তাদের সই করতে মানা করছেন স্বয়ং মুখ্যমন্ত্রী।
তবে অন্তত বোঝা গিয়েছে, এই সমস্যায় এবার ফের এগিয়ে এসেছেন মমতা। আর বাংলার ফুটবলের স্বার্থে, তিনি আবারও ইস্টবেঙ্গল ক্লাবের মসীহা হয়ে উঠতে পারেন। স্বয়ং মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপেই মিটতে চলেছে এই সমস্যা, আশা করাই যায়।