স্পেনের ইউরো ২০২০ দলে কেন নেই সের্জিও র্যামোস? কারণ জানালেন কোচ লুই এনরিকে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সোমবার ইউরো ২০২০ এর জন্য ২৪ সদস্যের স্পেনের দল ঘোষণা করা হয়। এবং আকষ্মিকভাবে, দলে জায়গা পাননি অধিনায়ক সের্জিও র্যামোস। দেশের সব থেকে অভিজ্ঞ ফুটবলারকে দল থেকে বাদ দেওয়ার কারণ হিসেবে অনেকেই বলছেন চোটের কথা।
চলতি মরশুমে কেবল ২১টি ম্যাচ খেলেছেন রিয়াল মাদ্রিদের হয়ে খেলেছেন র্যামোস, যার মধ্যে ১৫টি লা লিগা ম্যাচ ছিল। আর এবার এই অভিজ্ঞ ডিফেন্ডারকে না নেওয়া নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন কোচ লুই এনরিকে। তিনি জানিয়েছেন, রবিবার রাতে ৩৫ বছরের এই ফুটবলারকে ফোনে জানিয়ে দিয়েছিলেন যে তিনি দলে নেই।
এই নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে লুই এনরিকে বলেছেন, "আমি সের্জিও র্যামোস, আমাদের অধিনায়ক, যিনি এই তালিকার অংশ নন, তাকে এই বার্তা দিতে চাই যে তিনি জানুয়ারি থেকে সঠিক ভাবে খেলতে পারছিলেন না, এবং অনুশীলনও করতে পারছিলেন না। এটি খুবই কঠিন সিদ্ধান্ত ছিল তবে এটি দলের জন্য সব থেকে ভালো হয়েছে।"
জানুয়ারি মাসে হাঁটুর অস্ত্রোপচার করিয়েছিলেন র্যামোস আর তারপর কেবল দুটি লা লিগা ম্যাচে শুরু করেছিলেন তিনি। গত সপ্তাহে আবারও চোট পেয়েছিলেন আর এর জেরে লিগের শেষ ম্যাচে ভিল্লারিয়েলের বিরুদ্ধে নামেননি র্যামোস। এছাড়া চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় লেগে চেলসির কাছে ০-২ হারেও র্যামোসকে বড্ড নড়বড়ে লাগছিল।
এদিকে স্পেন দলে এই প্রথমবার কোনও বড় টুর্নামেন্টে কোনও রিয়াল মাদ্রিদের খেলোয়াড় থাকবেন না। র্যামোস ছাড়াও লুই এনরিকে দলে যায়গা দেননি নাচো ফার্নান্ডেজকে, যিনি রিয়ালের ডিফেন্সকে সামলেছেন র্যামোস ও ভারানের জায়গায়। এছাড়া ড্যানি কার্ভাজালও ফিট নয়।
যদিও রিয়াল মাদ্রিদের প্রতি তার কোনও বিরোধিতা নেই বলেই জানিয়েছেন প্রাক্তন বার্সা কোচ। বরং তিনি জানিয়েছেন, ফিট থাকলে তারা অবশ্যই দলে জায়গা পেতেন। এই নিয়ে লুই এনরিকে বলেছেন, "যদি ড্যানি কার্ভাজাল ও র্যামোস ফিট থাকত তাহলে ওরা অবশ্যই আসত। আমি দল থেকে নিজের তালিকা বানাই না।"
এক নজরে স্পেনের ২৪ সদস্যের দল -
গোলকিপার - উনাই সিমোন (অ্যাথলেটিক বিলবাও), দাভিদ ডে গিয়া (ম্যানচেস্টার ইউনাইটেড), রবার্ট স্যাঞ্চেজ (ব্রাইটন)।
ডিফেন্ডার - পাউ টোরেস (ভিল্লারিয়েল), আয়মেরিক লাপোর্তে (ম্যানচেস্টার সিটি), দিয়েগো ইউরোন্তে (লিডস ইউনাইটেড), এরিক গার্সিয়া (ম্যানচেস্টার সিটি), জর্ডি আলবা (বার্সিলোনা), জোসে গায়া (ভ্যালেন্সিয়া), সিজার অ্যাজপিলিকুয়েতা (চেলসি)।
মিডফিল্ডার - সের্জিও বুসকেতস (বার্সিলোনা), রড্রি (ম্যানচেস্টার সিটি), থিয়াগো আলকান্তারা (লিভারপুল), পেদ্রি (বার্সিলোনা), মার্কোস ইয়োরেন্তে (অ্যাটলেটিকো মাদ্রিদ), কোকে (অ্যাটলেটিকো মাদ্রিদ), ফাবিয়ান রুইজ (নাপোলি)।
ফরোয়ার্ড - জেরার্ড মোরেনো (ভিল্লারিয়েল), ফেরান টোরেস (ম্যানচেস্টার সিটি), মিকেল অয়ারজাবাল (রিয়াল সোসাইদাদ), আলভারো মোরাতা (জুভেন্টাস), ডানি আলমো (আর বি লিপজিগ), পাবলো সারাবিয়া (প্যারিস সেইন্ট জার্মেইন), আদামা ট্রাওরে (উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স)।