রোনাল্ডো-মেসির থেকে অনেক ভালো খেলোয়াড় এই লিভারপুল তারকা! দাবি জুরগেন ক্লপের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বর্তমান ফুটবল বিশ্বে সেরা ফুটবলার বলতে গেলে শুরুতেই আসে দুটি নাম, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসি। কিন্তু লিভারপুল কোচ জুরগেন ক্লপের মতে, মেসি-রোনাল্ডোর থেকে বড় খেলোয়াড় হলেন মিশরীয় সুপারস্টার মহম্মদ সালাহ।
চলতি ইংলিশ প্রিমিয়ার লিগে চমৎকার ফর্মে রয়েছে সালাহ। ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে দুর্ধর্ষ গোল করার পর শনিবার ওয়াটফোর্ডের বিরুদ্ধে একটি গোল করলেন, দুটি করালেন। আর এর জেরে ৫-০ ফলে জিতল লিভারপুল। মরশুমে ইতিমধ্যেই দশ গোল করে ফেলেছেন সালাহ, শেষ আট ম্যাচে গোল করেই গিয়েছেন।
ম্যাচের পর সালাহের প্রশংসায় ক্লপ বলেন, "ওর আজকের পারফর্মেন্স খুবই বড় ছিল। প্রথম গোলের পাসটা দারুণ আর দ্বিতীয় গোলটা সেরা ছিল। ও সেরা, আমরা সবাই তা দেখতে পাচ্ছি। ওর থেকে ভালো কে রয়েছে? আমাদের বলার দরকার নেই বিশ্ব ফুটবলের জন্য মেসি ও রোনাল্ডো কি করেছেন এবং তাদের দাপট নিয়ে। কিন্তু এখন, সালাহই সেরা।"
সালাহের সম্বন্ধে ক্লপ আরও বলেন, "ও এমন এক বয়সে রয়েছে যেখানে ও আরও উন্নতি করতে পারে, এবং অনবরত সেটিই করে চলেছে। আপনারা প্রথম গোলটি দেখেছেন যেখানে ও সাদিওকে বল সাজিয়ে দিল, ওটি অসাধারণ ছিল। ও এটি নিয়ে এসেছিল, আমি জানি না, হয়ত গ্রীষ্মকালীন ছুটিতে। তারপর থেকে, ও এই ধরণের কাজ করে চলেছে।"