আমার পারফর্মেন্সে খুশি বাবা-মা, কেরালার বিরুদ্ধে বিশ্বমানের গোলের পর বার্তা লিস্টন কোলাসোর

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইএসএল ২০২১ এর উদ্বোধনী ম্যাচে কেরালা ব্লাস্টার্সকে ৪-২ ফলে হারিয়ে দারুণ শুরু এটিকে মোহনবাগানের। আর এই ম্যাচে ছয় গোলের মধ্যে সব থেকে নজরকাড়া হয়েছে লিস্টন কোলাসোর গোল।
বিশাল ট্রান্সফার ফিয়ে আসা লিস্টন দ্বিতীয়ার্ধে তিনজন ডিফেন্ডারের উপর দিয়ে দুর্দান্ত বাঁক খাওয়ানো শটে বিশ্বমানের গোল করেন। তবে নিজের গোলের থেকে দলের জয়ে বেশি খুশি লিস্টন।
ম্যাচের পর এটিকে মোহনবাগান মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে লিস্টন বলেছেন, "প্রত্যেকে বলছে সবুজ-মেরুণ জার্সিতে প্রথম ম্যাচে যে গোল করেছি তা বিশ্বমানের। আমায় মানতে হবে যে অন্যান্য দলের হয়ে আমি কিছু গোল করেছি কিন্তু এমন গোল আমি আগে করিনি। গোল করতে খুব ভালো লাগে। প্রত্যেকের শুভেচ্ছা উপভোগ করছি। আমি প্রত্যেক ম্যাচে গোল করতে চাই। আমি এই গোলটা এটিকে মোহনবাগান ও তাদের সমর্থকদের দিতে চাই।"
নিজের রাজ্যেই আইএসএল খেলছেন, আর বাড়িতে বাড়িতে পরিবার বেশ উপভোগ করছে তার খেলা, এমনই জানিয়েছেন লিস্টন। তিনি বলেছেন, "আমার পরিবার আমার পারফর্মেন্সে খুশি, বিশেষ করে আমার বাবা-মা। ওদের মাঠে আসার কোনও সু্যোগ নেই। তাই ওরা টিভিতে ম্যাচ দেখছিল, গোয়ায় নিজেদের বাড়িতে বসে। প্রত্যেকে আশা করছে আমি যাতে ভালো খেলি, যাতে দলের সাহায্য হয় এবং আরও গোল করতে পারি।"