ব্যালন ডি অরের জন্য এই তিন সুপারস্টারকেই ভোট দেবেন লিওনেল মেসি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সম্প্রতি ফরাসি ফুটবল ম্যাগাজিন লন ডি অর ২০২১ এর জন্য ৩০ জন ফুটবলারের নাম মনোনীত করেছে। পিএসজির দুরন্ত ত্রয়ী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও নেইমার। এরা ছাড়াও পাঁচবার ব্যালন ডি অর জয়ী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, রবার্টা লেওয়ানডস্কি ও জর্জিনহো ফেভারিট এই ঐতিহ্যশালী খেতাব জিততে।
আর ব্যালন ডি অর জেতার জন্য কাদের ভোট দেবেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। ফ্রান্স ফুটবলের সাথে সাক্ষাৎকারে, মেসি এক্ষেত্রে নিজের দুই প্যারিসিয়ান সতীর্থকে ভোট দেওয়ার অঙ্গীকার দিয়েছেন।
এই নিয়ে মেসি বলেছেন, "আমি আমার দলের দুজন খেলোয়াড়কে ধরে রেখেছি যাদের আমি অবশ্যই ভোট দেব। নেইমার ও কিলিয়ান (এমবাপ্পে)।" এছাড়া সেই সাক্ষাৎকারে এই সুপারস্টার তৃতীয় ফুটবলার হিসেবে বায়ার্ন মিউনিখের তারকা ফরোয়ার্ড রবার্ট লেওয়ানডস্কিকেও ভোট দেবেন বলে জানিয়েছেন।
ব্যালন ডি অরের ক্ষেত্রে আন্তর্জাতিক দলগুলির অধিনায়ক ও কোচ এবং নির্বাচিত কিছু সাংবাদিকরা ভোটের মাধ্যমে সেরাদের নির্বাচন করেন। এক্ষেত্রে মেসি আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক, ফলে মেসির কাছে সুযোগ রয়েছে নিজের পছন্দের খেলোয়াড়দের ভোট দেওয়ার। যদিও এবারের ব্যালন ডি অর জেতার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে রয়েছেন মেসি।