বিনিময় চুক্তিতে বার্সিলোনা থেকে এই ফরোয়ার্ডকে আনতে পিএসজিকে বিশেষ আবেদন মেসির

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ব্যক্তিগত কারণের জেরে পিএসজিতে নিজের জায়গা রাখতে পারছেন না তারকা আর্জেন্টাইন ফরোয়ার্ড মাউরো ইকার্ডি। এই পরিস্থিতিতে ইকার্ডিকে নয়া ঘর দিতে, এবং বার্সিলোনার উপকার করতে এই বিশেষ ব্যবস্থা করবেন লিওনেল মেসি।
স্প্যানিশ পত্রিকা এল নাসিওনালের রিপোর্ট অনুযায়ী, মেসি পিএসজিকে অনুরোধ করছে যাতে বিনিময় চুক্তিতে মাউরো ইকার্ডির পরিবর্তে বার্সিলোনা থেকে আর এক তারকা ফরোয়ার্ড সের্জিও আগুয়েরোকে আনা হোক।
এমন খবর শোনা যাচ্ছে, মেসির আগমণের পর থেকে ইকার্ডির সাথে আর্জেন্টাইন সুপারস্টারের সম্পর্ক একেবারেই ভালো হচ্ছে না। এর আগে খবর এসেছে, দীর্ঘ দিন জাতীয় দলে ইকার্ডির সুযোগ না পাওয়ার পিছনে রয়েছেন মেসি।
আর এর জেরে বার্সিলোনা থেকে নিজের সতীর্থ তথা প্রিয় বন্ধু সের্জিও আগুয়েরোকে দলে আনতে চাইছেন মেসি। মরশুমের শুরুতে ম্যানচেস্টার সিটি থেকে বিনামূল্যে বার্সায় যোগ দেন আগুয়েরো, কিন্তু মেসির সাথে খেলার সুযোগই পাননি। ফলে সেই সুযোগ তৈরি করতেই এই উদ্যোগ নিচ্ছেন আর্জেন্টাইন মহাতারকা।