বিশ্বকাপ ফাইনালই হবে শেষ আন্তর্জাতিক ম্যাচ, অবসরের ঘোষণা লিওনেল মেসির

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মঙ্গলবার ফিফা বিশ্বকাপের সেমি ফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে দাপুটে জয় হাসিল করে ফাইনালে ওঠে আর্জেন্টিনা। আর এই ম্যাচে দুরন্ত ফুটবল খেলেন লিওনেল মেসি। পেনাল্টি থেকে গোল করেছেন, দুটি গোল করিয়েছেন, এবং জিতেছেন ম্যাচের সেরা খেতাব।
গ্যাব্রিয়েল বাতিস্তুতাকে টপকে বিশ্বকাপে আর্জেন্টিনার সর্বোচ্চ গোল সংগ্রাহক মেসি ম্যাচের পরেই করে ফেললেন বড় ঘোষণা। আর্জেন্টাইন মিডিয়া সংস্থা ডিয়ারিও ডেপোর্টিভো ওলেকে দেওয়া সাক্ষাৎকারে ৩৫ বছরের এই মহাতারকা জানিয়েছেন, বিশ্বকাপ ফাইনালই হবে আর্জেন্টিনার জার্সিতে তাঁর শেষ ম্যাচ।
এই নিয়ে মেসি বলেছেন, "আমি খুব খুশি এটি অর্জন করতে পেরে, এবং ফাইনালে নিজের শেষ ম্যাচ খেলে বিশ্বকাপের যাত্রা শেষ করতে পারব বলে।"
"পরেরটা আসতে এখনও অনেক বছর রয়েছে এবং আমার মনে হয় না আমি এটি করতে পারব। আর এভাবে শেষ করতে পারলে, সত্যিই সেরা হবে।"
এদিকে ফাইনালে ওঠার পর, আর্জেন্টিনা অধিনায়ক সতীর্থদের অনুরোধ করেন এই মুহুর্তটিকে উপভোগ করার জন্য। এই নিয়ে মেসি বলেছেন, "আর্জেন্টিনা আবারও বিশ্বকাপ ফাইনালে। উপভোগ করো।"
"আমরা অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি, আবার কিছু ভালোও হয়েছে। আজ আমরা একেবারে অসাধারণ কিছু উপলব্ধি করছি।"