ভারতের এই প্রতিবেশী দেশে খেলতে চলেছে লিওনেল মেসির আর্জেন্টিনা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এর আগে কলকাতায় এসে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলে গিয়েছেন লিওনেল মেসি। তারপর অনেক জল গড়িয়েছে, আজ বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন মেসি। বিশ্ব জয়ের পর এবার ভারতের এই প্রতিবেশী দেশে খেলতে আসছে লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা।
আগামী মাসে চীনের বেজিংয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। তবে এটি মেসির প্রথম চীনে আসা নয়। এর আগে সাতবার চীনে এসেছেন আর্জেন্টাইন বরপুত্র, শেষবার এসেছিলেন ২০১৭ সালে। সম্ভবত আগামী ১৫ জুন হবে এই ম্যাচ।
আর এই খবরটি আগুনের মত ছড়িয়ে পড়ে চীনের সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায়। টিকিটের জন্য চাহিদা রয়েছে তুঙ্গে। যদিও চীনের জাতীয় দলের অবস্থা তেমন ভালো নয়, তা সত্ত্বেও ফুটবল নিয়ে আগ্রহ রয়েছে চীনের মানুষদের। আর মেসি আসায় নিঃসন্দেহে সেই আগ্রহ তুঙ্গে উঠেছে।
তবে প্যারিস সেইন্ট জার্মেইনে টালমাটাল অবস্থায় থেকে এশিয়াতে মেসির খেলতে আসাটা নানা জল্পনার সৃষ্টি করেছে। একাধিক রিপোর্ট অনুযায়ী, সৌদি আরবের ক্লাব আল হিলালের বিপুল অফারের প্রস্তাব পেয়েছেন মেসি।