লিওনেল মেসিকে কি ফেরানো হবে বার্সিলোনায়? বড় আপডেট দিলেন হেড কোচ জাভি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এক সঙ্গে বহু ম্যাচ খেলেছেন, সাফল্য দিয়েছেন এফসি বার্সিলোনাকে। কিন্তু আজ দলও বদলেছে, বদলেছে ভূমিকাও। একদিকে লিওনেল মেসি পাড়ি দিয়েছেন প্যারিস সেইন্ট জার্মেইনে, অন্যদিকে ফুটবলার জীবনের পর এবার হেড কোচ হিসেবে বার্সিলোনার পুনরুত্থানের কাহিনী লিখছেন জাভি।
তবে খেলোয়াড় হিসেবে যুগলবন্দীর পর কি এবার কোচ-খেলোয়াড় যুগলবন্দীতে কি আর দেখা যাবে না জাভি-মেসিকে? এই নিয়ে নানা জল্পনা রয়েছে। এবার এই জল্পনায় নিজের মতামত স্পষ্ট করেছেন বার্সিলোনার হেড কোচ জাভি।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেসির বার্সিলোনায় ফিরে আসা নিয়ে জাভি বলেছেন, "এই মুহুর্তে লিও মেসির বার্সিলোনায় ফিরে আসায় নিয়ে কথা বলার কোনও যুক্তি নেই, উনি এখন পিএসজির সাথে চুক্তিবদ্ধ, ফলে এটি অসম্ভব। ভবিষ্যতে আমরা নজর রাখব। লাপোর্তা ইতিমধ্যেই বলে দিয়েছেন যে তিনি আশা করছেন যে এটিই বার্সার হয়ে মেসির শেষ নয়।"
কয়েক দিন আগে মেসিকে ফিরিয়ে আনা নিয়ে এফসি বার্সিলোনার সভাপতি জোয়ান লাপোর্তা বলেছিলেন, "মেসিই সব কিছু ছিলেন বার্সার জন্য, সম্ভবত এখানকার সেরা খেলোয়াড়, সব থেকে উপযোগী। আমার কাছে, উনি কেবল জোহান ক্রুইফের সাথে তুলনায় আসেন। কিন্তু এমনটা হওয়ারই ছিল। আমাদের কাজের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে হয়। এই প্রতিষ্ঠানটি খেলোয়াড় ও কোচেদের থেকে বড়।"
২০২৩ সাল অবধি পিএসজির সাথে চুক্তিবদ্ধ রয়েছেন লিওনেল মেসি, এবং খুব অবাক হওয়া যাবে না, যদি বার্সিলোনা পুনরায় এই আর্জেন্টাইন মহাতারকাকে ফিরিয়ে নিয়ে আসতে পারে।