বার্সা ছাড়া কঠিন ছিল! প্যারিসে এসে আগের থেকে অনেক বেশি অনুপ্রাণিত বোধ করছেন লিওনেল মেসি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : অবশেষে সকল জল্পনার অবসান, প্যারিস সেইন্ট জার্মেইনে সই করলেন আর্জেন্টাইন সুপারস্টার এবং সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। এবং পিএসজিতে যোগদানের পর ফুটবলপ্রেমীদের মাথায় প্রশ্ন ছিল, এই সমস্ত নিয়ে মেসি নিজে কি ভাবছেন।
অশ্রুজলে বার্সিলোনায় সাংবাদিকদের মুখোমুখি হওয়ার পর আবারও সাংবাদিকদের মুখোমুখি হলেন লিওনেল মেসি। শুধু জার্সিটাই বদলে ফেললেন। পাশে পিএসজি প্রেসিডেন্ট নাসের এল খেলাইফিকে নিয়ে নতুন চ্যালেঞ্জের জন্য মুখিয়ে রয়েছন মেসি।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেসি বলেন, "যে স্বাগত আমি পেয়েছি তা অসাধারণ। আমি খুবই খুশি। আমি মুখিয়ে রয়েছি আমার সহ খেলোয়াড়দের সাথে শুরু করার জন্য। আশা করছি এটি এই দল ও সমর্থকদের জন্য একটি অসাধারণ বছর হবে।"
পিএসজিতে নিজের প্রস্তুতি ও দলের সম্বন্ধে কথা বলতে গিয়ে মেসি বলেন, "আমায় প্রাক মরশুম একাই সারতে হবে, এবং আশা করব যত দ্রুত সম্ভব খেলার। আমি আগের থেকে অনেক বেশি মনোবল ও ইচ্ছাশক্তি নিয়ে সাহায্য করতে এসেছি। বাইরে থেকে দেখলে, আপনি দেখবেন একটি শক্তিশালী দল, একটি ঐক্যবদ্ধ দল।"
এদিকে পিএসজিতে আসার ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছেন প্রিয় বন্ধু নেইমার, সেটি উল্লেখ করতে ভোলেননি মেসি। এছাড়া ক্লাবের প্রেসিডেন্টকেও ধন্যবাদ জানিয়ে মেসি বলেন, "নেই (নেইমার) খুব বড় ভূমিকা নিয়েছিল আমার আগমণে। আমি সত্যিই ধন্যবাদ জানাতে চাই প্রেসিডেন্টকে, লিওনার্দো ও গোটা ক্লাবকে যেভাবে ওরা আমায় স্বাগত জানিয়েছে। এই ক্লাব তৈরি সকল ট্রফির জন্য লড়াই করতে এবং এটাই আমার লক্ষ্য। আমি আরও উন্নতি করতে চাই এবং ট্রফি জিততে চাই। সেই কারণে আমি যোগ দিয়েছি।"
বিশ্ব ফুটবলের দুই সুপারস্টার নেইমার ও এমবাপ্পের বিরুদ্ধে খেলার বিষয়ে মেসি বলেন, "এটি সত্যিই দারুণ এবং আমি খুবই খুশি। আমার প্রতিটি দিন ওদের সাথে ও দলের সাথে কাটানোটা বিশেষ হবে। সত্যিই কিছু দারুণ দলবদল হয়েছে এখানে এবং এই দলটি অসাধারণ। আমি বিশ্বের সেরা খেলোয়াড়দের সাথে খেলব।"
এফসি বার্সিলোনার সাথে দীর্ঘ ২৩ বছরের সম্পর্ক ত্যাগ করে পিএসজিতে যোগ দিলেন লিওনেল মেসি। সেই নিয়ে মেসি বলেছেন, "এত বছর বাদে, বার্সা থেকে বেরিয়ে যাওয়াটা খুব কঠিন ছিল। কিন্তু যখনই আমি এখানে এসেছি আমি অনেক খুশি, অনেক উদ্যোগী, ভীষণভাবে মুখিয়ে রয়েছি। এত তাড়াতাড়ি সব হয়ে গেল। কিন্তু আমি সমস্ত কিছু উপভোগ করছি। বার্সা আমার ঘর ছিল, অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে সেখানে, ভালো ও খারাপ। কিন্তু ওখানকার সমর্থকরা আমায় চেনেন। আমি এমন একজন যে শুধু জিততে চাই, সর্বোচ্চ পর্যায়ে লড়তে চাই।"
সব শেষে, যদি চ্যাম্পিয়নস লিগে বার্সিলোনার সাথে মুখোমুখি হয় পিএসজি, তখন সেই ম্যাচে প্রতিপক্ষ হিসেবে নামতে কেমন অনুভূতি হবে? এই নিয়ে মেসি বলেছেন, "বার্সার বিরুদ্ধে চ্যাম্পিয়নস লিগে খেলা একদিক থেকে দারুণ হবে। কিন্তু অন্য দিক থেকে বেশ অদ্ভুত হবে ঘরে ফিরে আসার ক্ষেত্রে।"