আমি আজও বার্সিলোনার সমর্থক, পুরোনো ক্লাবে ফিরে আসা নিয়ে বড় বার্তা লিওনেল মেসির

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এই মুহুর্তে প্যারিস সেইন্ট জার্মেইনে চুটিয়ে খেলছেন লিওনেল মেসি। নেইমার ও এমবাপ্পেকে পাশে নিয়ে বিশ্বের সেরা আক্রমণভাগ গড়ে তুলেছে পিএসজি। তবুও আর্জেন্টাইন বরপুত্রের মনে আজও রয়েছে বার্সিলোনা। বেতনগত সমস্যায় এফসি বার্সিলোনা ছাড়তে হয়েছিল মেসিকে।
তবে তিনি আশ্বাস দিয়েছেন, ভবিষ্যতে তিনি বার্সিলোনায় ফিরবেন। আর বর্তমানে ক্লাবের নতুন কোচ হিসেবে পুরোনো সতীর্থ জাভির আগমণেও বেশ খুশি মেসি। স্প্যানিশ পত্রিকা মার্কার সাথে একান্ত সাক্ষাৎকারে বেশ খোলামেলা ছিলেন মেসি।
জাভির আগমণ নিয়ে মেসি বলেছেন, "ও অনেক কিছু দিতে পারে ক্লাবকে। ও একজন কোচ যে অনেক কিছু জানে, ঘরটা ভালোভাবে জানে এবং ছোট থেকেই বার্সিলোনায় থেকেছে। বার্সিলোনায় ওর খুব সম্মান রয়েছে। তরুণ ফুটবলারদের জন্য ও খুব গুরুত্বপূর্ণ কোচ হবে কারণ ও ওদের শেখাবে আর ওর সাথে দলটাও গড়ে উঠবে। আমার কোনও সন্দেহই নেই।"
এদিকে বার্সিলোনায় ফিরে আসা নিয়ে মেসি বলেছেন, "আমি সব সময় বলে এসেছি যে আমি বার্সিলোনা ফিরব কোনও একটি সময়ে কারণ এটি আমার ঘর এবং আমি এখানে থাকব। অবশ্যই, যদি আমি ক্লাবকে সাহায্য করতে পারি, আমি অবশ্যই আসতে পছন্দ করব।"
যদিও বর্তমানে চ্যাম্পিয়ন্স লিগে বেশ অস্বস্তিকর জায়গায় রয়েছে বার্সিলোনা। বায়ার্ন মিউনিখ ও বেনফিকার কাছে হেরে কিছুটা চাপে রয়েছে কাতালান জায়ান্টরা। তবে বার্সার থেকে অনেক ভালো কিছু আশা করছেন লিও। তিনি বলেছেন, "অবশ্যই এটি আমায় কষ্ট দেয়। আমি সব সময় বার্সিলোনার জন্য সেরাটা চেয়ে এসেছি। যদিও আমি ওখানে খেলি না, তবুও আমি সেই ক্লাবের একজন অনুরাগী। আর ওখানে আমার সতীর্থ ও বন্ধুরা রয়েছে। আমি চাই ওরা ভালো করুক। এটা সত্যি যে লিগে কিছু পয়েন্ট ওরা নষ্ট করেছে, তবুও এখনও অনেক কিছু রয়েছে। আর আমি নিশ্চিত বার্সিলোনা ফিরে এসে লড়বে।"